Ameen Qudir

Published:
2018-02-07 17:21:52 BdST

ভিআইপি লেন নিয়ে ঠাট্টা তামাশা ট্রলিং তুঙ্গে : উড়ন্ত লেনের প্রস্তাব


 

 

 

ডেস্ক রিপোর্ট

_________________________

ভিআইপি লেন নিয়ে ঠাট্টা তামাশা ট্রলিং তুঙ্গে । স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সরকারি আধিকারিকদের অন্য কোন প্রস্তাব এর আগে এত বেশী লোকতামাশার পরিবেশ তৈরী করতে পারে নি। কারও মন্তব্য, বাংলা দেশে ১৪ কোটি মানুষই ভিআই পি । ভিআইপি লেন হলে সেখানে সবচেয়ে বেশী যানজট হবে।
কেউ বলেছেন, ভিআইপিদের জন্য হকার্স লেন, ওয়াকারস লেন খুলে দেয়া হোক।
কারও মতে, এটা ভিআইপি লেন হবে না। হবে হেটার্স লেন।
অনেকে তাদের জন্য উড়ন্ত লেন চালুর দাবি করেন। আর হেলিকপ্টার, সাইকেল লেনের প্রস্তাব আছেই।

বিশিষ্ট ব্লগার, সাবেক সিএমসি ২৮ অমি রহমান পিয়াল লিখেছেন,

ভিআইপি লেন হইলে সমস্যা আছে। তখন সব গাড়ি ভিআইপি লেন দিয়াই চলবো। কারন বাংলাদেশ একমাত্র দেশ যেখানে প্রায় সবাই ভিআইপি। রাজনৈতিক ভিআইপি, আয়কর ভিআইপি, ভিআইপি ভিআইপি, আত্মীয় ভিআইপি, চামচা ভিআইপি- তালিকা করলে কয়েক কোটির কম হবে না। তাছাড়া কাগজ সিস্টেম করলে কিছু টাকা জায়গামতো খরচ কইরা আপনে আমিও লিস্টে নাম লেখাইতে পারুম। আর এক গায়ে বিয়াইছে গাই সেই সূত্রে খালতো ভাই সিস্টেম তো আছেই। ভিআইপি জ্যাম সামলাইবেন ক্যামনে?...

সুলেখক
লিটন কান্তি চৌধুরী ভিআইপি ব্যক্তিদের জন্য বুলেটপ্রুফসহ সর্বোচ্চ ঝুঁকিমুক্ত রাখতে সকল ব্যবস্থাপনায় ক্যাবল কার সংযোজন করে দেশের ভিআইপিদের চলাচল নিরাপদ সহজ করা যায়!
দেশে সাধারণ জনগনও ভিআইপি নামক অত্যাচার থেকে রক্ষা পায়!

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়