Ameen Qudir

Published:
2018-02-07 15:54:44 BdST

মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী , ভিআইপি মতলববাজদের ষড়যন্ত্র নস্যাৎ করুন


 

 

ডা. সুলায়মান সুমন
_____________________________

মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী , আপনার কাছে আকুল আবেদন , ভিআইপি মতলববাজদের ষড়যন্ত্র নস্যাৎ করুন ।

চারদিকে নানারকম গোপণ ও মতলবী ষড়যন্ত্র চলছে। খন্দকার মুশতাকের মত ছদ্মবেশী হিতাকাঙ্খীরা চারপাশে নাগিনীর নি:শ্বাস ফেলছে।
এরা সরকারকে বিপদে ফেলার জন্য জনবিরোধী নানা প্রস্তাব বাস্তবায়ন করে সরকারের ইমেজ ধুলায় ভুলুণ্ঠিত করতে সদা তৎপর।
এরা সবই করবে ভাল ভাল কথা বলে।
এদের কথায় ছলনায় ভুলবেন না মাননীয়।

আপনি তো সবই জানেন, সবই বোঝেন। অাপনার মত দেশরত্নের সব জানার কথা।

এখন মতলববাজরা মাঠে নেমেছে। এরা এই সরকারে র প্রতিপক্ষের এজেন্ট।
সরকারকে দিয়ে যত জনবিরোধী কাজ করানো সম্ভব , ততই প্রতিপক্ষের কাছে বেশী পুরস্কারের সম্ভাবনা।

সাম্প্রতিক কালে নির্বাচনের আগে সরকারের শেষ সময়ের সুযোগ নিয়ে তারা বদমাশীগুলো বাস্তবায়ন করতে চায়।
এদের মূল টারগেট ,সরকারকে অজনপ্রিয় করা । সাধারন জনগনের কাছে ভিলেন বা জনজনবিরোধী বানানো।

 

Image result for V I P and people cartoon

সেই কাজের নানা আলামত দেখছি।
ভয়ংকর সব জনগনবিরোধী কাজ করিয়ে নেবার মিশনে নেমেছে একদল মতলববাজ।

আপনার কাছে , আকুল আবেদন , যেকোন মূল্যে এদের ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দেয়া হোক।

একটি জনগনের সরকারের কাছে জনগনের দাবি বাস্তবায়ন আগে।
আমাদের অতি জরুরিভাবে দরকার, ঢাকার যানজট নিরসন। দরকার দ্রুত মেট্রো রেল তৈরী।
মতলববাজ আমলারা তাদের ব্যর্থতার জবাবদিহি এড়াতে নানা রকম জনবিরোধী কাজের মাধ্যমে একঢিলে দুই পাখি মারতে চায়। সাধু সাবধান।

______________________


ডা. সুলায়মান সুমন , ঢাকা

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়