Ameen Qudir

Published:
2018-02-07 15:25:00 BdST

ভিআইপি লেন করার প্রস্তাব সাধারণ জনগণের সাথে রসিকতা করার শামিল


 

 

 

ডা. কামরুল হাসান সোহেল

_____________________________


ভিআইপিদের জন্য ভিআইপি লেন করার প্রস্তাব অগ্রহণযোগ্য। ঢাকার মত জনবহুল একটি শহরে সাধারণ জনগণ ঘন্টার পর ঘন্টায় রাস্তায় জ্যামে বসে যেখানে নাকাল হয় সেখানে ভিআইপিদের জন্য ভিআইপি লেন করার প্রস্তাব সাধারণ জনগণের সাথে রসিকতা করার শামিল।সাধারণ জনগণ এটাকে সহজভাবে নিবেনা তারা আহত হবে যদি স ও জ এই সিদ্ধান্ত নেয়।

ঢাকার রাস্তায় জ্যাম কমানোর জন্য ব্যক্তিগত গাড়ী চলাচল কমানো উচিৎ, মানসম্পন্ন পাবলিক পরিবহণ বাড়ানো উচিৎ, ফিটনেসবিহীন,লক্কর ঝক্কর মার্কা, মূড়ির টিন বাসগুলো রাস্তায় চলাচল বন্ধ করে দেয়া উচিৎ, রাস্তায় ম্যানুয়েল পরিবহণ নিষিদ্ধ করা উচিৎ, ড্রাইভারদের দক্ষতা দেখে লাইসেন্স দেয়া উচিৎ, চালকের সহকারীরা যেন গাড়ী না চালায় তা নিশ্চিত করা উচিৎ, ট্রাফিক সিগন্যালের আধুনিকায়ন করা উচিৎ, সবার ট্রাফিক আইন মেনে চলা উচিৎ। ভিআইপিদের উল্টো পথে গাড়ী চালানো অনুচিত।

Image result for V I P cartoon

 

ভিআইপিদের জন্য আলাদা আলাদা গাড়ী বরাদ্দ না দিয়ে মানসম্মত,আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পাবলিক ট্রান্সপোর্ট দেয়া উচিৎ। তাতে করে সরকারের অনেক সাশ্রয় হতো, অতিরিক্ত গাড়ী কিনতে হতোনা, তেলের পিছনে অতিরিক্ত খরচ হতোনা,যে টাকা সাশ্রয় হতো তা দিয়ে অন্য উন্নয়নমূলক কাজ করা যেত।সবচেয়ে বড় কথা রাস্তায় জ্যাম কমে যেত অনেকাংশেই। যারা সচিবালয়ের ভিআইপি তাদের সবার জন্য আলাদা আলাদা গাড়ী না দিয়ে ২০ সিট বা ৩০ সিটের মিনিবাস দেয়া যেতে পারে। একইভাবে সব মন্ত্রণালয়ের জন্য ও একই ব্যবস্থা নেয়া যেতে পারে। সব সরকারি অফিসের জন্যই তা করা যেতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানিগুলো ও তার স্টাফদের জন্য একই ধরণের ব্যবস্থা নিতে পারে।তাহলেই ঢাকা শহরে জ্যাম কমে অর্ধেক হয়ে যাবে।

Related image

 

আমাদের দেশের মন্ত্রী-আমলারা দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কখনো বলেন না যে আমাদের জন্য বা আমার জন্য আলাদা গাড়ী লাগবেনা,আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাব তাহলে অযথা গাড়ী,তেল, ড্রাইভার ও গাড়ী রক্ষণাবেক্ষণের পিছে সরকারের অতিরিক্ত টাকা অপচয় হবেনা। তারা উল্টো বিনাশুল্কে গাড়ী আমদানি করতে চায়, দামী দামী ব্র‍্যান্ডের গাড়ী কিনায় সরকারকে দিয়ে,অফিসের কাজের চেয়ে বেশি নিজের ব্যক্তিগত কাজে গাড়ী ব্যবহার করেন, অতিরিক্ত তেল খরচ করেন,উল্টো পথে গাড়ী চালান!!!

ভিআইপিদের জন্য ভিআইপি লেন নয় তাদের জন্য লাগবে দেশপ্রেমের দীক্ষা যাতে তারা দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজের নয় দেশের মঙ্গল চিন্তা করতে পারেন।


__________________________


ডা. কামরুল হাসান সোহেল

 

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

 

 

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়