Ameen Qudir

Published:
2018-02-03 22:10:39 BdST

সিট না পেয়ে বারান্দায় : অত:পর নিউমোনিয়ায় মৃত্যু


 

 

ডা মিথিলা ফেরদৌস

________________________

দুই বছর আগের কথা, ছেলেটা ঢাকা ভার্সিটির ফাইন্যান্সে চান্স পেয়ে, হলে সিট না পেয়ে বারান্দায় উঠে।প্রচন্ড শীতে বারান্দায় দিনের পর দিন থাকতে গিয়ে একসময় জ্বর হয় সাথে আর টি আই(শ্বাসনালীর প্রদাহ)।এই অবস্থায় ছেলে হলের গেস্টরুমে সিটের জন্যে আবেদন করে,কোন অনুরোধেই কাজ হয়না। ছেলের অবস্থা আরও কম্পলিকেটেড হয়ে উঠে।ছেলেকে বাড়ি পাঠানো হয়।ছেলের রিক্সাওয়ালা অসহায় বাবা কি করবে বুঝতে পারেনা,ছেলেকে নিয়ে আবার নদী পাড় হয়ে ঢাকা আসার পথেই ছেলে মারা যায়।

 


মর্মান্তিক ঘটনা পড়ে,আমার যা মনে হয়েছে,আমাদের মত যারা রিক্সাওয়ালা,কৃষক,শ্রমিক,দিন মজুর এবং খুব সাধারণ পরিবার থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিসঠানে পড়তে আসি,আমাদের পক্ষে হলে সিট না পেলে হলের বাইরে বাড়ি ভাড়া করে থাকা সম্ভব না,তারমধ্যে থাকে পেটের দায়,সেইজন্যে টিউশনি করে নিজের খরচ চালানোর পর কিছু বাঁচিয়ে পরিবারের জন্যে পাঠাতে হয়,বাকি সময় পড়াশুনা করে ভাল রেজাল্ট করে,একটা সম্মানজনক চাকরী করতে হবে,কারণ,ছোট ভাইবোনদের যাতে এই কষ্ট পেতে না হয়।পরিবারের জন্যে কিছুটা স্বচ্ছলতার জন্যেই আমাদের জীবনের অনেক চাওয়া পাওয়াকে ছাড় দিতে হয়।

 

আমাদের মত সাধারণ পরিবারের অন্যকোথাও সময় দেয়া বড় কঠিন,তারমধ্যে আমরা কোন ঝামেলায় জড়াতে চাই না,কারণ পরিবারের বোঝা আমাদের কাধে থাকে,আমরা পরিবারের বোঝা হতে পারিনা।

হলে সিট পেতে যে কোন রাজনৈতিক দলে সিল গায়ে লাগাতে হয়।আমি বলবোনা রাজনীতি করা খারাপ।প্রতিটা রাজনৈতিক দলের কিছু আদর্শ থাকেই,সেই আদর্শকে ধারণ করতে হয়।কিন্তু বর্তমান প্রক্ষাপট ভিন্ন।

এখন রাজনীতি কারা করে?
১.রাজনৈতিক পরিবার থেকে আসা।
২.রাজনীতি ভালভাবে বুঝে,সেই আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে আসা।
৩.লোভে পরে রাজনীতিতে আসা।
৪.ভয় ভীতিতে রাজনীতিতে আসতে বাধ্য হওয়া।

শেষের দুইগ্রুপে আর যাই থাক আদর্শ থাকেনা।এইসব আদর্শহীনদের হাতে রাজনীতি যখন যায় তখন তার অবস্থা ভয়াবহ আকার ধারণ করে।এদের কাছে রাজনীতি মানে চামচানীতি,এদের কাছে রাজনীতি মানে ফায়দা নেয়ার নীতি।

তাই কোন প্রকার ভয়ভীতি বা লোভ দেখিয়ে রাজনীতিতে কাউকে আনা মানে,খাল কেটে,সাবমেরিন ডেকে আনা।একটা স্টুডেন্টকে হলে তার প্রাপ্য সিট দিন,তার অধিকার নিশ্চিত করুন,তারপরে তাকে আপনাদের আদর্শের কথা বুঝান।যদি সেই আদর্শ নিজের মধ্যে ধারণ করতে পারে,তাহলে তার রাজনীতিতে জাতি সুফল ভোগ করবে।আরেকটা কথা ভুলে গেলে চলবেনা,সবাইকেই কোন না দলের সাপোর্টার কেনো হতে হবে?কেউ কেউ তো থাকবেই রাজনীতি সচেতন।তাই অনুরোধ কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন না।

(পোস্টটি প্রতিটি দলের জন্যেই প্রযোজ্য)

_______________________________

Image may contain: 1 person, outdoor, water and closeup

 

 

ডা মিথিলা ফেরদৌস । ঢাকা ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়