Ameen Qudir

Published:
2018-02-03 19:03:57 BdST

ফার্মেসি ডাক্তার,সাংবাদিক ডাক্তার, হাড়ভাংগা ডাক্তার:কবিরাজ, ওঝা সবাই ডাক্তার




 

ডা. কামরুল হাসান সোহেল

_________________________


বাংলাদেশে সবাই তার নামের আগে ডাঃ লিখে উদ্দেশ্য একটাই যেন জমজমাট প্র‍্যাক্টিস করতে পারে।


হোমিওপ্যাথ, DVM, SACMO, RMP, LLMF, প্যারামেডিক, ফিজিওথেরাপিস্ট ;হাসপাতালের MLSS,ওয়ার্ডবয়,ওটিবয়, পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টের FWA,FWV, SACMO স্বাস্থ্য অধিদপ্তরের H.I, A.H.I, H.A, CHCP ডাক্তার।


এছাড়া আরো নানা রকমের ডাঃ আছে ফার্মাসিস্ট কাম ডাঃ, সাংবাদিক কাম ডাঃ, হাড়ভাংগা কবিরাজ কাম ডাঃ!

 

বিএমডিসি এক্ট ২০১০ এ সুস্পষ্টভাবে উল্লেখ আছে এমবিবিবিএস ও বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেউ তার নামের আগে ডাঃ পদবী ব্যবহার করতে পারবে না,যদি করে তাহলে অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করবেন। আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের বাস্তবায়ন নেই,তাই যে কেউ তার নামের আগে ডাঃ লিখে সাধারণ জনগণের সাথে প্রতারণা করছে।জনগণ প্রতারিত হচ্ছে অপচিকিৎসার শিকার হচ্ছে,পরবর্তীতে নানা ধরণের জটিলতায় ভুগছেন।বিএমডিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিৎ এই ব্যাপারে গুরুত্ব দেয়া এবং আইনের বাস্তবায়নে উদ্যোগ নেয়া।

_____________________________

 

ডা. কামরুল হাসান সোহেল

 

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়