Ameen Qudir

Published:
2018-02-01 15:44:35 BdST

মায়ের পা ধুয়ে দিতে হয় ছাত্রকে: তাই বৃদ্ধাশ্রম গড়ে উঠে নি ইন্দোনেশিয়ায়




 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়

_____________________________


ইন্দোনেশিয়ার প্রতিটি স্কুলে প্রতিবছর বাধ্যতামূলকভাবে একটি অন্যরকম দিন পালন করা হয়।

ওইদিন সব ছাত্র-ছাত্রীর মা-কে স্কুলে আমন্ত্রণ জানানো হয়। স্কুলের মাঠে শুরু হয় অনুষ্ঠান। সব ছাত্রকে নির্দেশ দেওয়া হয় নিজেদের মায়ের দুই পা জল দিয়ে পরিস্কার করে মুছে দিতে। ছাত্ররা যত্নের সঙ্গে সেই নির্দেশ পালন করে।

কিন্তু কেন এই কর্মসূচি ?

ওদেশের ছাত্রদের জীবনের প্রথম পর্ব থেকেই শেখানো হয় যে, ভবিষ্যত জীবনে তারা যেন বাবা-মায়ের যত্ন নিতে ভুল না করে।

কি লাভ হলো এইধরনের কর্মসূচিতে ?

শুধুমাত্র এই শিক্ষার ফলেই ইন্দোনেশিয়ায় আজ পর্যন্ত কোন বৃদ্ধাশ্রম গড়ে উঠেনি।

আমরা এসব ভাবতেই পারিনা।

___________________________

No automatic alt text available.

 


ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়

 

সুলেখক । কবি।

Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC)

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়