Ameen Qudir

Published:
2018-01-31 22:46:44 BdST

কথা দাও চিকিৎসক সমাজ,আর কোন নারী চিকিৎসকের অপমৃত্যু নয়


 



ডা. শিরিন সাবিহা তন্বী

__________________________

ডাঃরিদ্দিতা,ডাঃ শেজাদী,ডাঃতামান্না,ডাঃ শামারূখ মেহজাবীন রা মরবে।বার বার মরবে।এমন অসহায় মানহারা বার বার মাতৃহারা হবে।অসহায় ক্রন্দনে ছটফট করবে।যদি না সমাজ তুমি বদলাও।

# কথা দাও আর কোন মেয়েকে তার সংসার টা ভেঙ্গে গেল কেন বলে ভ্রুকুটি করবে না!

# কথা দাও ডিভোর্স হয়ে গেল বলে মেয়েটিকে তোমরা এক ঘরে করে দিবে না।

# কথা দাও স্বামী সংসার করতে পারল না বলে তোমার বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রীধারী চাকরী জীবনে সফল মেয়েটিকে তুমি অযোগ্য বলে গালমন্দ করবে না।

# কথা দাও চিকিৎসক গন স্বামী শ্বশুড়বাড়ীর অন্যায়ের শিকার মেয়েটিকে বার বার তার পতিদেবকে মনে করিয়ে হেনস্থা করবে না।তাকে সাহস দাও শক্তি দাও।

কথা দাও।সকলের সহ্যশক্তি সমান নয়।পোষ্ট গ্রাজুয়েশন নামে ভীতিকর ডিঙ্গিতে চড়তে যারা ভয় পায়,জোর করে তাদের এর মাঝে ঠেলবে না।পিজির থেকে বেঁচে থাকা জরুরী।মরে গেলে যে ষোল আনাই মিছা।

 

 

# কথা দাও বাংলাদেশের সমগ্র চিকিৎসক পরিবার ইউনিটে/ বিভাগে /পরিচালক বা উর্ধ্বত্বন কর্তৃপক্ষ সহকারে পারিবারিক অমর্যাদার শিকার বা বিপদগ্রস্থ নারীটির চাকরী সামলে সন্তান সহ বেঁচে থাকায় সহযোগিতা প্রদান করবে।

# কথা দাও সকলে মিলে সব হাসপাতালে ডাক্তারদের সন্তানদের লালন পালনের জন্য বাধ্যতামূলক ডে কেয়ার সিস্টেম গড়ে তুলবে।

# কথা দাও কেবল সিঙ্গেল মাদার হবার অপরাধে তোমার ফ্ল্যাট খালী থাকলেও ভাড়া না দেয়ার মত পাপাচার টি আর করবে না।

# কথা দাও স্বামীটি চরিত্রহীন জেনেও তুমি তোমার বোনকে ঐ স্বামীর বাড়ী জোর করে পাঠাবে না।

# কথা দাও সারা জীবন মনে রাখবে,পৃথিবীর কোন মানুষের গায়ে হাত দেয়ার অধিকার অপর কোন মানুষ রাখে না।যে পুরুষ স্ত্রীর গায়ে হাত দেয়,সে যদি তোমার আজন্ম চেনা বা অচেনা ও হয় তার হাত থেকে স্ত্রী নারী টিকে রক্ষা করবে।

# কথা দাও মেয়ের বাবা এবং মা গন,কেবল বংশ মর্যাদা আর পরিবারের সম্মানের কথা ভেবে মেয়ের অপদেবতাতুল্য স্বামীর পদতলে মেয়েটিকে বলি হতে দেবে না।

# কথা দাও নারীকূল,তোমার পতিদেবতা কে এমন ভালোবাসবে না যে ভালোবাসা তোমায় কবরে শুইয়ে দেবে।তোমার মৃত্যুটা রয়ে যাবে রহস্যে ঘেরা।

# কথা দাও মায়েরা,সন্তান জন্ম দানের পর কেবল জন্মদাত্রী হয়ে থাকবে না।মা হয়ে উঠবে।বিশেষজ্ঞ ডাক্তার হতে হবে না।মোড়ের ঔষধের দোকানে জিপি করে হলেও সন্তানের মুখে দু মুঠো পরিশ্রমের অন্ন দিয়ে বেঁচে থাকবে।

Image may contain: 1 person, closeup

কথা দাও হে সমাজ!অন্যের জীবনে লম্বা নাক গলিয়ে কারো বিপদগ্রস্থ জীবনের ব্যথার ভার আর বাড়িয়ে দেবে না।

# কথা দাও সমাজপতি গন,নারী বান্ধব সমাজ গড়ে তুলতে দেবে।প্রমান ছাড়া কোন নারীর বিরুদ্ধে অপবাদ অপমান কিচ্ছু হতে দেবে না।

# কথা দাও,একলা নারী অবলা,সিঙ্গেল মা অবলা এই সব নোংরা কনসেপ্ট সমাজ থেকে তুলে দিবে।কেবল একলা জীবন কাটাতে পারবে না বলেই কোন নারীকে কারো অন্যায় সহ্য করে বেঁচে থাকতে বাধ্য করো না।যার ভার বইতে না পেরে পৃথিবী ছাড়তে হবে মেয়েটিকে।

# কথা দাও সমাজের সব মানুষের নারী পুরুষ নির্বিশেষে বেঁচে থাকার অধিকার আছে।ধর্মীয় এবং সামাজিক মতে ডিভোর্স,সেপারেশন সব ব্যবস্থা আছে।পাশাপাশি বাঁচা দুর্বিসহ হলে দূরে গিয়ে যে যার মত জীবন কাটাও।

সমাজটাকে একটুখানি বদলে দাও নিজের গরজে।অতঃপর বেঁচে থাক নারী স্বগর্বে।সগৌরবে!!
অকালে অবেলায় তাজা প্রান যেন ঝরে না যায়।এ ব্যথার ভার সইতে পারি না।

________________________________

Dr.Sherin Sabiha Tonny
32nd,SBMC,
2000 - 2001 sesson

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়