Ameen Qudir
Published:2018-01-31 15:54:02 BdST
শিয়রের পাশে দাঁড়িয়ে থাকেন বলে কি একজন চিকিৎসককে আপনি কসাই বলেন?
ডা. কামরুল হাসান সোহেল
__________________________
চিকিৎসকদের বাড়ি,গাড়ি,অর্থকড়ি দেখে বলেন? আপনাকে সেবা দেয়ার বিনিময়ে আপনার কাছ থেকে ভিজিট নেয় বলে বলেন? আপনার রোগ নির্ণয় করার জন্য ইনভেস্টিগেশন দেয় বলে বলেন? আপনার অসুস্থতা ভাল করার জন্য মেডিসিন লিখে দেয় বলে বলেন?
আপনার অসুস্থতার সময় যখন আপনার প্রিয়জনরাও অনেক সময় আপনার পাশে থাকেনা তখন আপনার শিয়রের পাশে দাঁড়িয়ে থাকেন বলে বলেন? আপনাদের সুস্থ করে তোলার জন্য দিন রাত আপনাদের সেবা দিয়ে যান বলে বলেন? আপনাকে সুস্থ রাখার জন্যই তাকে দিন রাত ছুটতে হয়,পরিশ্রম করতে হয়।শুধু অর্থ রোজগারের জন্য তার এই ছুটে চলা নয়।
শিয়রের পাশে দাঁড়িয়ে থাকেন বলে কি একজন চিকিৎসককে আপনি কসাই বলেন?
একজন চিকিৎসক অনেক কাঠখড় পুড়িয়ে,অনেক পরিশ্রম করে,মেধা এবং ভাগ্যের সম্মিলিত প্রয়াসের পর চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ লাভ করেন। একজন ভাল চিকিৎসক হতে তাকে অনেক মেধাবী হতে হয়,অনেক পরিশ্রম করতে হয় উচ্চতর ডিগ্রী নিতে, দিনের পর দিন হাসপাতালে কাটাতে হয়,রাতের পর রাত জেগে থাকতে হয়,রোগী দেখতে হয়, রোগীদের সেবা দিতে হয়,প্রশিক্ষণ নিতে এই কষ্ট স্বীকার করতে হয়। তারপর পরীক্ষা পাস করা তো যুদ্ধ জয়ের চেয়ে কম কিছু নয়,অনেক ত্যাগের পর পরীক্ষা পাস করে একজন চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসক হন।
আপনাকে সেবা দেয়ার বিনিময়ে ভিজিট চাওয়া তো তার ন্যায্য অধিকার।আপনার রোগ নির্ণয় করতে হলে ইনভেস্টিগেশন দিতে তো হবেই, আপনার অসুখ ভাল করতে হলে মেডিসিন তো লিখতেই হবে। তাহলে আপনি কেন ডাক্তারকে কসাই বলেন?
চিকিৎসকের বাড়ি, গাড়ি কিন্তু তার সৎ পথে উপার্জিত টাকায়।দিন রাত পরিশ্রম করে তার কষ্টার্জিত টাকা দিয়েই বাড়ি, গাড়ি কিনেন তারা।চিকিৎসকরা তো দুর্নীতি করে অর্থ আয় করেন না, ঘুষ খান না।চিকিৎসকরা তো কালো টাকার মালিক না।যারা ঘুষ খান, দুর্নীতি করেন,কালো টাকার মালিক তারা আপনাদের চোখে ভাল মানুষ আর যারা আপনাদের সেবা দেন, সৎ পথে আয় করেন তারা আপনাদের চোখে কসাই? সত্যিই দুর্ভাগ্য এদেশের চিকিৎসকদের তারা জন্মেছিল এই দেশে।
________________________________
ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: