Ameen Qudir
Published:2018-01-30 15:40:28 BdST
নির্যাতিতা ডাক্তারদের জন্য উৎসর্গ করলাম এই লেখা
ডা. তাহিয়া শারমিন স্বর্ণা
_____________________________
তুমি রাতদিন পড়াশোনা করে ডাক্তার হয়েছো,মেয়ে ।
বাবা মায়ের আদর কদর আর চিন্তার চূড়ায় থেকেছো সব সময়।
নিজের কদরটা বুঝলেনা?
রোগীকে দেখে ,কখনও ছুঁয়ে, কখনও কন্ঠ শুনে বা হাতে হাত মিলিয়ে ধরে ফেলো কি রোগে ভুগছে তোমার রোগী!
নিজের রোগটা ধরতে পারলে না?
তোমার স্বামী পাশবিক আচরণ করে তোমার সাথে।
গরু ছাগলের মতো পেটায়।
আর তুমি ও নিশ্চিত কুরবানি হবার জন্য গলাটা এতো সহজেই পেতে দাও?
CLD, CKD বা carcinoma এর স্টেজিং গ্রেডিং করে বুঝতে পারো যে কোনটা gone case..।
অথচ
এক বার
দুই বার
তিন বার সুযোগ পেয়ে ও যে শুধরায় না তাকে তুমি gone case ভাবতে পারছো না???
Vicious cycle পড়েছো মেয়ে, বুঝতে আর পারো নি।
নইলে বুঝতে সন্তানের মাথার দিব্যি দিয়ে এই সাইকেল ভাঙার নয়!
মুখ ভর্তি নীলচে bruise গা ভর্তি echymosis due to blunt trauma নিয়ে হাসিমুখে ঘুরে বেড়াও,ডিউটি কর,ট্রেনিং কর।
তুমি কি দিয়ে তৈরি একবার বলবে??
সম্প্রতি নির্মমতার শিকার হয়ে মারা গেছেন ডা. রিদ্দিতা। তার মৃত্যুতে ডাক্তার সমাজ বিক্ষুব্ধ।
---------------------------------------------
নিজে জানোয়ার এর মতো জীবন যাপন করছো আর এই পরিণতির জন্য তুমি ই তো দায়ী।
ঠিক আছে,আইনের প্রয়োগ নাই বিচার নাই কিচ্ছু নাই এই সমাজে ।
কিন্তু ডিভোর্স বলে একটা কথা আছে-ওটা দেওয়ার অধিকার তোমার ও আছে যা আইন কেন আইনের বাপ ও তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
আমি আবার মানুষটা বড় বেরসিক, সোজাসুজি কথা বলতে ও শুনতে পছন্দ করি।
ওই ফেচফেচানি কান্না, হাতে পায়ে ধরে দোহাই দিব্যি দেওয়া, অনুনয় বিনয় কাকুতি মিনতি কি তা জানিনা।
সত্যকে সানন্দে মেনে নিতে আমার জুড়ি মেলা ভার।
যা সত্য তা সুন্দর - এটা আমার জীবন দর্শন।
ভাবতে অবাক হতে পারো,কিন্তু তোমাকে আমি এ বেলায় উকিল বাড়িতেই ছুটতে বলবো,মেয়ে।তাতে আমাকে বেহায়া বলো আর তসলিমা নাসরিন বলেই গাল দাও!
নিজের সন্তান যদি থাকে তো তাকে বগলদাবা করে ছুঁড়ে দাও মুক্তিনামা ওই gone case এর মুখে।
ব্রোমাজেপাম খেও না বরং বোমা ফাটাও।
আরে নিজেকে একটু তো দাম দাও।
পৃথিবীটা কিন্তু যতোটা বড় তারচেয়ে ও অনেক বেশি সুন্দর ।
জীবনটা কিন্তু অনেক দামী,পোস্টমর্টেমের জন্য মর্গে পরে থাকাটাকেই জীবনটার শেষ পরিণতি যেন না করে ফেলো তুমি হাতে ধরে,বোকা মেয়ে ।
সমাজ যা ই বলুক
পরিবার যা ই বলুক।
নদীর মতো হও,যে তার পথ নিজেই করে নেয়।
তুমি পথিক হও।
একলা পথিক । ।
#উৎসর্গ করলাম: সকল প্রকারে নির্যাতিতা ডাক্তারদের নামে,যাঁরা মরে গেছেন কিংবা মরার জন্য অপেক্ষা করছেন বা স্রেফ খুন হয়ে ফেসবুকের আলোচ্য বিষয় হয়েছেন ।
_________________________________
ডা. তাহিয়া শারমিন স্বর্ণা, সুলেখক।
আপনার মতামত দিন: