Ameen Qudir

Published:
2018-01-30 15:12:43 BdST

গজলশিল্পীর ওপর ঘৃণ্য হামলাকারীদের আশু গ্রেপ্তার চাই


 



 

মেজর ডা. খোশরোজ সামাদ

__________________________

 

মেজবাহ আহমেদ ।স্বনামধন্য গজল শিল্পী ।এ টি এম বুথে টাকা তুলে বেরুবার সময় ছিনতাইকারীরা সেই অর্থ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন ।উন্মত্ত ছিনতাইকারীরা তাঁকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে । জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

২।সেখানে সিটি স্ক্যানসহ নানাবিধ পরীক্ষানিরীক্ষা করা হয়।বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় অনেকটাই সুস্থ হন এই দেশ বরেণ্য শিল্পী । বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন গজল কিংবদন্তী জগজিৎ সিং এর এই সুযোগ্য শিষ্য ।ইনফেকশন এড়ানোর জন্য রোগীর কাছে ভিড় না করে শুভানুধ্যায়ীদেরকে তাঁর জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে ।

৩।এই গুনীশিল্পীর দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করছি ।

৪।ক্লা্সিক্যাল মিউজিক ফেস্টিভাল ২০১৬-তে এক আনন্দ সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে আমি তাঁর সাথে ক্যামেরা বন্দী হই ।

৫।ঘৃণ্য হামলাকারীদের আশু গ্রেপ্তার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা হোক - নাগরিক হিসেবে এটিই সবার প্রত্যাশা।

_______________________________

মেজর ডা. খোশরোজ সামাদ ।

আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী এই ইউনিটটি সেনা, নৌ,বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনীতে ব্যবহারকৃত সকল খাদ্যসামগ্রী এবং ড্রাগ তথা ওষুধ পথ্য পরীক্ষা - নিরীক্ষা করে ব্যবহারের উপযুক্ততা/ অনুপযুক্ততা নিরুপন করে।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

[email protected]

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়