Ameen Qudir
Published:2018-01-29 20:07:34 BdST
বাংলাদেশে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হলে রেফারেল সিস্টেম চালুর বিকল্প নেই
ডা. কামরুল হাসান সোহেল
_________________________________
বাংলাদেশে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হলে রেফারেল সিস্টেম চালুর বিকল্প নেই:
আমাদের দেশের রোগীরা সচেতন নয়, রোগী শহুরে হোক বা গ্রামের সবাই রোগের প্রাথমিক চিকিৎসা নেয় বাড়ীর পাশের ফার্মেসির বড় ডাক্তারের কাছ থেকে কিংবা খুব বেশি হলে গলির মোড়ে ব্যক্তিগত চেম্বার দিয়ে বসা ডিএমএফ,আরএমপি ডাক্তারদের কাছে।
এমবিবিএস ডাক্তারদের কাছে গেলে তাদের ভিজিট দিতে হবে তাই তারা পারতে এমবিবিএস ডাক্তারদের কাছে যেতে চান না কিন্তু বাড়ীর পাশের ফার্মেসির বড় ডাক্তার ভিজিট নেন না তাই তাদের সব রোগ শোকের কথা তাদের কাছে বলেই চিকিৎসা নেন রোগীরা। ফার্মেসির বা গলির মোড়ের বড় স্যাররা তাদের কাছে রোগী গেলে উচ্চমাত্রার এন্টিবায়োটিক লিখে দেন ঠিকই কিন্তু মাত্রার পরিমাণ কম দেন এবং কম সময়ের জন্য দেন। এর ফলে রোগী হয়তো দুই তিন দিন পরে ভাল বোধ করেন কিন্তু রোগ থেকে পুরোপুরি সেরে উঠেন না। কিছুদিন পরে আবার অসুস্থ হন তখন আবার সেই ডাক্তার বাবুদের কাছে যান আবার উচ্চমাত্রার এন্টিবায়োটিক দেন আবার রোগী একটু সুস্থ হন। এইভাবে সঠিক মাত্রায় এন্টিবায়োটিক না দেয়ার ফলে তাদের শরীরে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে শুধু তা ই নয় অনেক সময় অপ্রয়োজনীয় কারণেও রোগীদের এন্টিবায়োটিক খাওয়াচ্ছেন এই ডাক্তারবাবুরা।
এইভাবে কয়েকবার ডাক্তারবাবুদের কাছে গিয়েও যখন রোগ ভাল হয় না তখন রোগীরা সরাসরি প্রফেসর স্যারদের চেম্বারে গিয়ে হাজির হন। স্যাররা ও রোগীদের বুঝিয়ে বলেন না তারা যদি একজন রেজিস্টার্ড এমবিবিএস (জিপি) ডাক্তার দেখাতেন তাহলে আজ তার এত দুর্দশা হতো না। বাড়ির পাশের ফার্মেসির বড় ডাক্তার দেখিয়ে রোগী নিজের কত বড় সর্বনাশ করেছে তা যদি স্যাররা বুঝিয়ে বলতেন তাহলে রোগীর পরবর্তীতে সচেতন হতো নিজেও ফার্মেসির বড় ডাক্তারবাবুদের কাছে আর যেত না অন্যকেও যেতে নিষেধ করতো।
আবার অতি সচেতন কিছু রোগী সামান্য জ্বর,সর্দি, কাশি নিয়ে বড় স্যারদের চেম্বারে হাজির হন,স্যাররা যদি তাদের না দেখে বলতেন এই সমস্যার জন্য রেজিস্টার্ড এমবিবিএস (জিপি) চিকিৎসকই যথেষ্ট আপনি তার কাছে যান। তাহলে আর কেউ এই সামান্য অসুস্থতা নিয়ে স্যারদের বিরক্ত করতো না, স্যাররা জটিল রোগীদের বেশি সময় নিয়ে দেখতে পারতেন, ভালভাবে দেখতে পারতেন, রোগীও ভাল চিকিৎসা পেতেন।
আমাদের দেশে রেফারেল সিস্টেম তখনই চালু হবে যখন সিনিয়র স্যাররা রেজিস্টার্ড এমবিবিএস (জিপি) চিকিৎসকদের রেফারেল ছাড়া সরাসরি রোগী দেখবেন না বলে ঘোষণা দেন এবং তা মেনে চলেন।আমাদের দেশের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হলে রেফারেল সিস্টেম চালুর কোন বিকল্প নেই নাহলে সারাজীবন রোগীরা প্রতারিত হয়ে যাবে,ভুল চিকিৎসায় ধুকে ধুকে মরবে।
____________________________
ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: