Ameen Qudir
Published:2018-01-04 16:07:39 BdST
একজন ইউএইচএফপিও কেন গাড়ী পাবেন না?
ডা. কামরুল হাসান সোহেল
_____________________________
একজন ইউএইচএফপিও কে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন সহ স্থানীয় স্বাস্থ্য প্রশাসনকে গতিশীল রাখার জন্য ফিল্ড ভিজিটে যেতে হয়, মাসে ৮/১০ দিন মাসিক সমন্বয় সভা সহ বিভিন্ন সভায় এবং ট্রেনিং এ অংশ নেয়ার জন্য জেলা সদরে সিভিল সার্জন কার্যালয়ে যেতে হয়। এছাড়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা সহ বিভিন্ন সভায় যোগদান করতে হয়,ইউনিয়ন পরিষদেও যেতে হয় অনেক সময় নানা সভা সমাবেশে যোগ দিতে।
ইউএইচএফপিও কে এই প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করার জন্য সরকার একটি মোটর সাইকেল বরাদ্ধ দিয়েছেন। অনেক ইউএইচএফপিও ই মোটর সাইকেল চালাতে পারেন না তাই উপজেলার প্রশাসনিক কাজগুলো দেখভাল করার জন্য ঔষধ কোম্পানির প্রতিনিধির মোটর সাইকেলের পিছনে চড়তে দেখা যায় অনেক ইউএইচএফপিওকেই।
একজন মহিলা ইউএইচএফপিও কি মোটর সাইকেলের পিছে চড়ে প্রশাসনিক কাজ দেখভাল করতে পারবেন? উনি পাবলিকের সাথে শেয়ার করে সিএনজি বা অটো রিক্সায় করে উপজেলার প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করেন।
জেলা সদরে সিভিল সার্জন অফিসে বিভিন্ন সভায় অংশগ্রহণ করার জন্য ইউএইচএফপিওদের কে লোকাল বাস বা সিএনজি তে করে শহরে আসতে হয়।
একজন ইউএইচএফপিও র জন্য কি এইটা সম্মানজনক? আমরা কি আমাদের পেশার সম্মান রক্ষার জন্য হলেও ইউএইচএফপিওদের জন্য গাড়ী চাইতে পারি না?
একজন ইউএনও গাড়ী পেলে, একজন এসিল্যান্ড গাড়ী পেলে একজন ইউএইচএফপিও কেন গাড়ী পাবেন না? একজন ইউএইচএফপিও কে ও তো স্থানীয় স্বাস্থ্য প্রশাসনকে গতিশীল রাখতে হলে নিয়মিত কমিউনিটি ক্লিনিক সহ অন্যান্য স্বাস্থ্য স্থাপনা এবং মাঠ পর্যায়ের কাজের তদারকি করতে হয়। স্থানীয় স্বাস্থ্য প্রশাসনকে গতিশীল রাখতে হলে ইউএইচএফপিওদের গাড়ী দিতে হবে।
______________________________
ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন: