Ameen Qudir

Published:
2017-12-31 16:19:37 BdST

ব্রিটিশ রানীর সম্মাননা পেলেন বাংলাদেশ-বৃটিশ চিকিৎসক আনওয়ারা


 



 

 

 

 

ডেস্ক রিপোর্ট

_____________________


খ্রিষ্টিয় নববর্ষ উপলক্ষে কমিউনিটি হেলথ কেয়ার খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেমেম্বারস অব দ্য ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবপেলেন ব্রিটিশ বাংলাদেশ চিকিৎসকআনওয়ারা আলী ।

 


সাবেক কাউন্সিলর আনওয়ারা আলী স্পিটালফিল্ডস ও বাংলা টাউনে চিকিৎসক হিসেবে সেবা দেন। কাউন্সিলর থাকার সময়ে তিনি টাওয়ার হ্যামলেটে ‘হেলথ অ্যান্ড ওয়েলবিং’ এর কেবিনেট মেম্বার ছিলেন।

একজন চিকিৎসক হিসেবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ক্যান্সার চিহ্নিতকরণ ব্রেস্ট স্ক্রিনিং কর্মসূচিতে অংশ নিতে বাঙালি নারীদের উদ্বুদ্ধ করতে বিশেষ ভূমিকা রাখেন আনওয়ারা।

১৯৭০ সালে জন্ম নেওয়া আনওয়ারা আলী তিনি বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ব্যক্তিত্ব। শৈশবেই বাবা জোবেদ আলী ও মা সলিমা খাতুনের সাথে যুক্তরাজ্য আসেন। তিনি সেন্ট বার্থামলুজ ও রয়েল লন্ডন মেডিকেল স্কুল থেকে ১৯৯৭ সালে এমবিবিএস পাশ করেন।

২০০৬ সালে লেবার পার্টি থেকে টাওয়ার হ্যামলেটের বো ওয়েস্ট ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন আনওয়ারা।

২০১০ সালে এনএইচএস ইস্যু নিয়ে পার্টির সাথে মতবিরোধ দেখা দেওয়ায় আনওয়ারা আলী দল ত্যাগ করে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন।

পরে তিনি আর কাউন্সিলার নির্বাচিত হতে পারেননি। আনওয়ারা আলী স্বাস্থ্য বিষয়ে স্থানীয় চ্যানেল এস টিভিতে নিয়মিত প্রোগ্রাম করতেন।

চ্যানেল আই এর ইউরোপ শাখার চেয়ারম্যান ও সিইও রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব তার স্বামী। এ দম্পতির একমাত্র পুত্র ওবায়েদ রেজা জামি চৌধুরী।

প্রতি বছর দুই দফায় জুন মাসে নিজের জন্মদিন উপলক্ষে এবং ইংরেজি নববর্ষে কয়েকশ ব্যক্তিকে বিভিন্ন মর্যাদার সম্মাননা দেন ব্রিটিশ রাণী।

এবছর এক হাজার ১২৩ জন স্যার, ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই), মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) ইত্যাদি খেতাবে ভূষিত হয়েছেন।

চিকিৎসক আনওয়ারা আলীই এ বছর একমাত্র বাঙালি যিনি এমবিই খেতাব পেলেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়