Ameen Qudir

Published:
2017-12-27 00:59:31 BdST

উৎসবের আনন্দ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি


 



 

 

 


মেজর ডা. খোশরোজ সামাদ
___________________________


২৫ শে ডিসেম্বর। এইদিনে বেথেলহেমের গোশালায় যিশুর জন্ম হয়েছিল।মানুষকে ভালবেসে তিনি ক্রুশে বিদ্ধ হয়ে জীবন দিয়েছিলেন।সব ধর্মেই ব্যবসাসহ সকল পেশায় অসততার বিরুদ্ধে সাবধানবানী সুস্পষ্ট।

২।গতবছর গ্র‍্যান্ড ক্যানারি দ্বীপপুঞ্জে ক্রিসমাসের ছুটিতে ক্যাথেড্রালে ক্যামেরা বন্দী হই। পেশা ও নেশার কারণে পৃথিবীর বহুদেশ ঘুরবার সময় দেখেছি প্রায় সব দেশেই উৎসবের সময় দ্রব্যমূল্যে ব্যপক ' Sale' দেয়া হয়। কমিয়ে দেয়া হয় খাদ্য, উপহার সামগ্রীর দাম।

৩।আমাদের অভিজ্ঞতা কি? আত্মশুদ্ধির মাস রমজান এলে পিঁয়াজ- বেগুন- ছোলা - তেলসহ এমন কিছু নেই যা অসাধু ব্যবসায়ীরা সেটির দাম আকাশে তোলে না। ঈদ- পূজা- বড়দিন- নববর্ষ এলে জিনিষের দাম বাড়াবার কুৎসিত প্রতিযোগিতার বলি হয়ে সাধারণ মানুষ প্রায় ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেন।

৪।স্বপ্ন দেখি,এই বাংলায় অন্তত উৎসবের সময় নিত্য ব্যবহার্য জিনিষের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। আমরা সবাই সহনীয় মূল্যে খাদ্যদ্রব্য, উপহার সামগ্রী কিনতে পারবো।প্রিয়জনকে সীমিত খরচে ভালমন্দ রেঁধে খাওয়াতে পারবো।সাধ্য অনুযায়ী কিছুমিছু কিনে উপহার দিতে পারবো। উৎসবের আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পরবে। চাওয়ার সাথে না পাওয়ার বেদনায় নীল হওয়া এই স্বপ্নটুকু কি শুধু অধরাই থেকে যাবে?

সবাইকে বড়দিনের শুভেচ্ছা।


_________________________

মেজর ডা. খোশরোজ সামাদ ।

আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। ঐতিহ্যবাহী এই ইউনিটটি সেনা, নৌ,বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনীতে ব্যবহারকৃত সকল খাদ্যসামগ্রী এবং ড্রাগ তথা ওষুধ পথ্য পরীক্ষা - নিরীক্ষা করে ব্যবহারের উপযুক্ততা/ অনুপযুক্ততা নিরুপন করে।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

[email protected]

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়