Ameen Qudir

Published:
2017-12-06 19:42:09 BdST

ডাক্তারদের তো সবাই মারবেই, জেল জরিমানা অবধারিত : আসুন ব্যাপারটা পজিটিভলি নিই




 

ডা. মিথিলা ফেরদৌস

______________________________

 

রুগীর স্বজনের গুতা,বিভিন্ন কার্যালয়ের স্টাফদের গুতা,নির্দিষ্ট এলাকা থেকে আগত মানুষের গুতা,ইউনিয়নের মেয়রের গুতা থেকে শুরু করে এডমিন,পুলিশ, সাংবাদিক ইত্যাদি সকল স্তরের মানুষ জন ক্রমান্বয়ে ডাক্তারদের চেয়ে ভি আই পি হয়ে উঠছে।যেকোন সময় জেল জরিমানা অবধারিত।তাই আসুন ব্যাপারটা পজিটিভলি নিই।

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারটি বেশ মনোরম পরিবেশে গড়ে উঠেছে,দেখে আগে ভাবতাম চোর ছ্যাচ্চড়দের কত সুন্দর পরিবেশে থাকার সুব্যবস্থা, আর ডাক্তাররা যেখানে চব্বিশঘণ্টা থাকে,সেখানকার কি করুণ অবস্থা!


কিন্তু কালকের ঘটনার পর কেন্দ্রীয় কারাগারটির কথা ভেবে শান্তি পাই মনে মনে।আচ্ছা দেশের অন্য কারাগারগুলার অবস্থা কেমন?খানাখাদ্য যেমন তেমন হলে আমার সমস্যা নাই,ডায়েটিং মনে করে খেয়ে নিবো,মাটি কাটা বা অন্যান্য কায়িক পরিশ্রম ব্যাপারটাও এক্সারসাইজ হিসেবে নিন,অবশ্য জানিনা ডাক্তাররা ডিভিশন পায় কিনা,পাওয়ার কথা না।

কারাগারে থাকার সবচেয়ে বড় সুবিধা,ধরে নিন এইটা একটা শিক্ষা ছুটি।


এমএস,এমডি,রেসিডেন্সি,এফসিপিএস,বিভিন্ন ডিগ্রীর বিভিন্ন পর্বের প্রিপারেশান এখানেই সেরে নিন।কারণ আপনার কর্মক্ষেত্রে পড়ার পরিবেশ নাই,আর লাইব্রেরীতে একটা সিটের বিপরীতে গড়ে ৬ জন থাকে,ফলে সিট নিয়াই সকাল থাইকাই শুরু হয় বিশাল খিচাখিচি।ব্রেন হট পড়াশুনায় দারুণ ব্যাঘাত।


ডাক্তাররা যে কি পরিবেশেও পড়তে পারে,কল্পনার বাইরে।সেদিন এক লাইব্রেরীতে দেখি,এক বিড়ালের যৌথ ফ্যামিলি এক পড়ুয়ার ট্রাংকে বাসা বেধেছে, তাই নিয়া আরেক পড়ুয়া কয়,আপু, বিড়ালগুলারে কয়দিন হইলো দেখিনা, পড়া হয়না।যাই হোক জেলখানা নিশ্চয়ই এর চেয়ে ভাল?

আমার ব্লাড গ্রুপ B+।তাই হয়তো একটু বেশি পজিটিভ।আপনার গ্রুপ আলাদা হলেও সমস্যা নাই আপনিও হউন বি পজিটিভ।কারণ আপনার সংগঠনের অবস্থা অতি দুর্বল। তারা আর কতদিন কালো ব্যাজ,আর মানববন্ধনের উপ্রে বসবাস করবে তা আল্লাহ মাবুদ জানেন।অথচ তারাই হতে পারতো,দেশের সবচেয়ে শক্তিশালী সংঘটন। তারাই বুঝতে দিতে পারতো,দেশে গড়ে প্রতি ঘন্টায় ডাক্তাররা কত মানুষ বাচায়?
যাই হোক যো হুয়া তো হুয়া,এখন পজিটিভ হউন মানসিক শান্তিতে থাকুন।জীবনকে উপভোগ করুন।


____________________________________

লেখক মিথিলা ফেরদৌস। কলামিস্ট। পেশায় চিকিৎসক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়