Ameen Qudir

Published:
2017-08-24 15:34:08 BdST

সতর্কবার্তা: চিকনগুনিয়া রোগে সুপ্ত psoriasis অল্প বা ভয়াবহ রুপে দেখা দিতে পারে


 

অধ্যাপক ডা. মুজিবুল হক
__________________________


চিকনগুনিয়া রোগে সুপ্ত psoriasis, অল্প বা ভয়াবহ (pustular), রুপে দেখা দিতে পারে।


এটা এতই বিরল যে , ভারতে মহারাষ্ট্রে, ৭৩ সালে ১ জন, ৭৫ সালে সারা ভারতে ৫ জনের এমনটি হয়েছে।

 

 

 


সম্প্রতি পুর্ব সনাক্ত এক রুগীর, চিকনগুনিয়ার কারনে guttate psoriasis হয়েছে ;এমন বিরল একজনকে পেলাম। এটা ডাক্তারদের জন্যে নুতন তথ্য।এটা autoimmune, বা Th-1 এর proinflamatory cytoines(INF-y etc) বেড়ে গিয়ে,বা অন্য mechanism এ হতে থাকতে পারে।

সম্পুর্ন এক নুতন বিষয়।রুগীটিকে স্বল্প চিকিৎসা দিয়ে আপাততঃ,চিকনগুনিয়া নিয়ে গবেষনায়রত ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক মজিবুর রহমানের কাছে পাঠাই।কারন তার তিব্র joint pain হচ্ছিল।

এ নিয়ে আমাদের সকলের আরও সতর্ক ও অনিসন্ধিৎসু হওয়া দরকার বলে মনে করি।

______________________________

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2
pro Mujibul Hoque
popular dhanmondi

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়