Ameen Qudir

Published:
2017-08-12 17:20:22 BdST

নারীবাদী'কে বিরোধিতা করতে গিয়ে বিভৎস লেখা :নষ্টা, ভ্রষ্টা শুধুই স্ল্যাং গালাগাল


 

 

 


ডা. নাসিমুন নাহার

____________________________________

 

নারীবাদী'কে নিয়ে বলতে যেয়ে রীতিমত slang বলা ,সেইসাথে ঐ মহিলার চেহারা থেকে শুরু করে মেনোপজ এবং রিক্সাআলাও....... করবে না বলা এবং ডিভোর্স নিয়ে মনগড়া অসুস্থ ভাবনাসহ রীতিমত বিভৎস একটা পোস্ট দেখলাম টাইমলাইনে।

 

আপনারা যারা নিজেদেরকে খুব উদারমনা, স্পষ্টবাদী বলে প্রচার করেন তাদের কাছে জানতে চাই---- কোন মেয়ের মতের সাথে আপনার মত না মিললেই কেন তাকে নষ্টা, ভ্রষ্টা বানিয়ে ফেলতে চান ? কেন যুক্তি না দিয়ে গালি দিচ্ছেন ঐ নারীবাদীকে ? কজন ডিভোর্সড মেয়ে কে আপনি দেখেছেন আপনার ভাষায় 'বাচ্চা পয়দা না করে' bf নিয়ে ঘুরে বেড়াতে/বছর বছর বিয়ে করতে?
পরকীয়ার সাথে ডিভোর্স কে গুলিয়ে রীতিমত পাতলা খিচুড়ি বানিয়ে ফেলেছেন দেখলাম ।
ডিভোর্স কিন্তু ধর্ম এবং সমাজ স্বীকৃত বিধান ভুলে যাবেন না।নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই
ধর্ম এবং সমাজ স্বীকৃতি দিয়েছে।


পরকীয়া যেমন সামাজিক ব্যাধি ঠিক তেমনি কথায় কথায় মেয়েদের গালি দেয়া কোন পুণ্যি শুনি ? মনে রাখবেন real men never hurt women.
কে বাচ্চা জন্ম দিবে কে দিবে না তা একান্তই স্বামী স্ত্রীর ব্যাপার।আপনি আমি বলার কে ?আর একজন মেয়ে কখনোই শুধু সন্তান জন্ম দেবার যন্ত্র না।মা হওয়া ছাড়াও জীবন কাটতে পারে।এটা যার যার নিজস্ব সিদ্ধান্ত।


আপনারা কি এমন ডিভোর্সী মেয়ে কখনো দেখেননি যে মেয়ে শুধুমাত্র বাচ্চাকে মানুষ করবে বলেই bf না বরং বিয়ের প্রস্তাব দেয়া উপযুক্ত পাত্রদের একের পর এক রিফ্যুজ করেছে।রাত দিন এক করে নিজের মেধা পরিশ্রম জীবন দিয়ে রক্ত পানি করে সন্তান মানুষ করছে।
না দেখে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।প্রমানসহ আপনাদেরকে দেখানো হবে ।
আরেকটা কথা এই বাংলাদেশে হাজার হাজার মা পাওয়া যাবে যারা সিঙ্গেল প্যারেন্ট হিসেবে জীবন কাটাচ্ছে।কিন্তু মনে হয় না একজনও পুরুষ পাওয়া যাবে সিঙ্গেল প্যারেন্ট।


আপনাদের লিখা পড়ে মনে হলো মেয়ে মানুষ শুধু বাচ্চা জন্ম দিবে, রূপ যৌবন ধরে রাখবে, মেনোপজকে আটকে রাখবে ।আপনারা আরো লিখেছেন শুধু একের পর এক বিয়ে করার জন্যই মেয়েরা শখের বসে ডিভোর্স করছে।
ব্যাপারটা মনে হয় এতটা সহজ না।আপনাদের পরিবারে যখন আপনার মেয়ে, বোনের সাথে এমন ঘটনা ঘটবে তখন জানতে পারবেন--- ডিভোর্সী হতে হলে খারাপ মেয়ে(আপনাদের ভাষায়) হওয়াটা জরুরী না।খুব ভদ্র নরম সরম লক্ষী শান্ত শিষ্ট ভালো ছাত্রী সুন্দরী নামাজী মেয়েরও ডিভোর্স হতে পারে।
After divorced মেয়েটি একা থাকবে না আবার বিয়ে করবে সেটা তার একান্তই নিজস্ব সিদ্ধান্ত, তাই না ?


সব শেষে একটা কথা বলতে চাই--একজনের মত আপনাদের পছন্দ নাই হতে পারে, আপনারা ইগনোর করতে পারতেন।তা না করে যেভাবে পাল্টা পোস্টের পর পোস্ট লিখছেন ভয়াবহ শব্দে তাতে আপনাদের ভেতরকার অবদমিত ডিজায়ারটাই মনে হয় ফুটে উঠছে। আপনাদের মানসিক সুস্থতা কামনা করতেই হচ্ছে।


_________________________________

ডা. নাসিমুন নাহার। লোক সেবী চিকিৎসক। সুলেখক।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়