Ameen Qudir

Published:
2017-08-11 05:48:57 BdST

প্রেগন্যান্ট মহিলা বাসে উঠে কি বলবে, আমি প্রেগন্যান্ট আমাকে বসতে দিন !


 

 

 

 

ডা. মিথিলা ফেরদৌস

________________________________

জ্যামে বসে আছি,পাশে একটা বাসের সামনে তিন চার জন মহিলা দাঁড়ায় আছে,এক বৃদ্ধ মহিলা পাশে দাঁড়ানো মহিলার ঘাড়ে হাত দিয়ে কোন মতে দাঁড়ায় আছে।মাঝখানেও দুই তিন জন মহিলা দাঁড়ায় আছে।সিটে ছেলে রা কেউ জানালা দিয়ে বাইরে তাকায় আছে,কেউ মোবাইল দেখছে,কেউ মহিলাদের মধ্যে কম বয়সি মেয়েটার দিকে হা করে তাকায় আছে।


এই দৃশ্য মোটামুটি বাসের কমন ব্যাপার।ছেলেদের অনেকের কাছে শুনি মহিলাদের জন্যেতো ৬ টা সিট বরাদ্দ।আমি অনেক সময় বলি,তোমাদের জন্যে বাসের বাকি সিটগুলাই তো বরাদ্দ।


আমি নারীবাদী নই,কিন্তু বাসের এই একটা ব্যাপার আমার খুব খারাপ লাগে কেন মহিলারা দাঁড়ায় যাবে?একটা মহিলার জন্যে বাসে দাঁড়ায় ব্যালান্স রাখা খুব কঠিন।সে উপরে ছেলেদের মত হ্যান্ডেল ধরলে সে টা কি শোভনীয় দেখায়?তাছাড়া একটা মহিলা সবার সামনে দাঁড়ায় আছে,কেউ কেউ হা করে তাকায় থাকে এইটাও কি শালীন ব্যাপার?


অনেক প্রেগন্যান্ট মহিলা উঠে,সে কি বলবে আমি প্রেগন্যান্ট আমাকে বসতে দিন?অনেক বাচ্চা কোলে নিয়ে মহিলা বাসে দাঁড়ায় থাকে,অনেক বয়স্ক মহিলা দাঁড়ায় থাকে। তাদের জন্যে দাঁড়ায় চলন্ত বাসে চলা যে কত কঠিন, বাসে বসে থাকা মানুষ গুলোর বিবেকে কি একটুও নাড়া দেয় না?কম বয়সি মেয়ে দাঁড়ায় থাকলে কিছু নিম্ন প্রজাতির লোকদের তো কথাই নাই।মনে রাখবেন,মেয়েদের বাধ্য হয়ে বাসে উঠতে হয়।যত কথাই বলি, 'মেয়ে' মেয়েই তাদের কিছু লিমিটেসান তো আছেই।অন্তত আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন,আমি মনে করি তারা সুসিক্ষিত,তারা সবাই নিশ্চয়ই মেয়েদের বসতে দেন,সে ব্যাপারে আমার সন্দেহ নাই কিন্তু আপনাদের মত সবাই যদি এমন হতো!!আসুন না সবাই এই ব্যাপারে সচেতন হই।
নারীবাদী রা জরায়ুর স্বাধীনতা চায়,নারীবাদীরা পরকীয়াকে স্বকীয়া বলতে চায়,নারীবাদীরা পোষাকের স্বাধীনতা চায়।আমি খুব আনস্মার্ট, তাই আমার চাওয়া খুব সামান্য। আমি নারী হিসেবে সবখানে আমার সন্মান নিশ্চিত করতে চাই,আমি একজন নারী আমি যে কোন মায়ের প্রতিনিধি,মা হিসেবে ভালবাসা পেতে চাই,তা আমার স্বভাব দিয়ে,আচরণ দিয়ে,পোষাক আশাক দিয়ে,শৃংখলা দিয়ে।

 

 


দেশে গত সাত মাসে রেপ হয়েছে ৬৮৭ জন,গড়ে প্রতিদিন তিন জন।নারীবাদীরা বুঝে না রেপ কি?কারণ তারা রেপের ডেফিনেসানের মধ্যে পরে না তাই।তাই তা নিয়ে তাদের মাথা ব্যাথাও নাই।তাদের চাওয়া অনেক উচু লেভেলের।আমি চাওয়া খুব ছোট।দয়া করে সর্বত্র মেয়েদের সন্মান নিশ্চিত করুন।কারণ প্রতিটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে অনেক উঁচু আসন দেয়া হয়েছে।আপনি যদি সুশিক্ষিত হন আমরা যদি সচেতন হই,তাহলে সমাজে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনওই ঘটবেনা।

_________________________________

ডা. মিথিলা ফেরদৌস। লোক সেবী ডাক্তার। সুলেখক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়