Ameen Qudir
Published:2017-08-11 05:09:51 BdST
নার্সিং স্টাফ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শৃঙ্খলাবদ্ধ প্রজাতি
ডা. রেজাউল করীম
_______________________________
আমার গত ত্রিশ বছরের অভিজ্ঞতায় দেখেছি নার্সিং স্টাফ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শৃঙ্খলাবদ্ধ প্রজাতি। সবার কাছে লাথি ঝাঁটা খেয়েও নিজেদের কাজ তারা যথাযথ পেশাদারিত্বের সাথে পালন করেন (দুচারটে এক্সসেপসন বাদ দিলে) তা সত্বেও তারা নানাভাবে মানসিক নির্যাতনের শিকার হন। এবং দুর্ভাগ্যবশত: ভোক্তা ও গ্রহিতা বেশিরভাগ ক্ষেত্রেই একই প্রজাতির। যারা সরকারি চাকরি করেন তারা এত হাস্যকর ও একই সাথে অবমাননাকর পরিস্থিতির শিকার হন যা স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না।
কিন্তু, আজকে আমরিতে যা হল তা অমানবিক বললে খুব কম বলা হয়। যাদের অবহেলা 25 বছর বয়সী সেবিকার প্রান কেড়ে নিল তারা ক্ষমার অযোগ্য। শোনা যাচ্ছে তিন ধরে মাথার যন্ত্রণায় ছটপট করলেও কতৃপক্ষ তার ছূটির ব্যবস্থা না করে কয়েকটি পারাসিটামল দিয়ে তাকে সিটি স্কান করার জন্য ই এস আই এ রেফার করে।হাসপাতালের মেশিন দিয়ে জরুরি ভিত্তিতে স্কান করার জন্য চিকিৎসক পরামর্শ দিলেও তা গ্রাহ্য করা হয়নি বলে শোনা যাচ্ছে ।
প্রায় বিনা চিকিৎসায় একটা প্রান অকালে ঝরে গেল
সিস্টাররা এটা নিয়ে কি করবেন জানি না কিন্তু এই অতীব ঘৃণ্য ঘটনাটিকে নিন্দা করলেই চলবে না, আরো সদর্থক জরুরী পদক্ষেপ নিতে হবে। সব চিকিৎসকই যে এই ঘটনার প্রতিবাদ করবেন তা বলাই বাহুল্য। কিন্তু সেখানে থেমে না থেকে প্রয়োজনে সেবিকাদের অধিকার অধিকার রক্ষায় জন্য চিকিৎসকদের উপযুক্ত ভৃমিকা পালন করতে হবে।West Bengal Doctors Forum র উচিত তাঁর প্রতি অমানবিক আচরনের সোচ্চার প্রতিবাদ করা। এই প্রতিবাদ যত দ্রুত ও সশব্দ হয় ততই মঙ্গল।
________________________________
ডা. রেজাউল করীম । সুলেখক। সুচিন্তক।
আপনার মতামত দিন: