Ameen Qudir
Published:2017-08-10 19:30:08 BdST
৫৫০ ভূয়া ডাক্তার: কারও ফি ১০০০টাকার বেশী
সুপ্রীতি রায়
____________________________
পশ্চিমবঙ্গে সরকারি, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অন্তত ৫৫০ জন ভুয়া চিকিৎসক আছেন। রাজ্য পুলিশের মহাপরিচালক সুরজিৎকর পুরকায়স্থের কাছে ভুয়া চিকিৎসক-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেন সিআইডির অতিরিক্ত মহাপরিচালক রাজেশ কুমার।
প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে ১৬ জনকে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তারপ্রক্রিয়া শুরু করেছে সিআইডি। এ ছাড়া যেসব ভুয়া চিকিৎসকের হদিস তারা পেয়েছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে। তিনজন সিআইডির জালে ধরা পড়েছেন। তাঁরা হলেন কলকাতার এন্টালির নরেন পান্ডে ও পশ্চিম দিনাজপুরের কাইজার আলম। অন্যজনের নাম জানা যায়নি। নরেন পান্ডে কলকাতার বাইপাসের একটি নামী নার্সিংহোমে ডাক্তারি করেছেন। ফি নিয়েছেন ১ হাজার রুপি করে।
প্রতিবছর বিপুল সংখ্যক রোগী বাংলাদেশ থেকে ভারতে উন্নত চিকিৎসার জন্যে যান। তাদের একটা বড় অংশ যায় কলকাতায়। সুতরাং বাংলাদেশী রোগীদের কলকাতায় যাওয়ার পূর্বে চিকিৎসক, হাসপাতাল যাচাই-বাছাই করেই যাওয়া উত্তম। আরও মাথায় রাখা প্রয়োজন, যে কলকাতা বা পশ্চিমবাংলা পূর্ববাংলা বা বাংলাদেশেরই আরেকটা রূপ।
আপনার মতামত দিন: