Ameen Qudir

Published:
2016-11-28 00:39:37 BdST

মুগ্ধ বিস্ময় চোখের সামনেই; দেখেও দেখি না





 

    

 

ডা. রাহাত আরা নূর
_______________________

মানুষের জীবন আর জীবিকা যে কত বৈচিত্রময়, অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি। যতবার নদীপথে ভ্রমন করি এই ভাসমান মুদি দোকানের কেনাবেচা আর বেঁচে থাকার লড়াই মুগ্ধ চোখে দেখি। কত অর্গানাইজড ভাবে দুইজন মানুষ এই ভাসমান মুদি দোকান পরিচালনা করে। লঞ্চ যখন জেটিতে ভিড়ে থাকে তখন দুই লঞ্চের মাঝখানে জেটির কিনারা বরাবর এই নৌকা অবস্থান নেয়। একজন থাকে নৌকায় অন্যজন মিনারেল ওয়াটার নিয়ে জেটিতে কাস্টমার আহ্বানের জন্য। ঠিক সন্ধ্যায় কয়েক ঘন্টার জন্য এই দোকানের অবস্থান। কি দক্ষতায় নিপুন হাতে কেনা বেচা চলে, টাকা নেয়, গোনে, কোমরের খুটে টাকা গুঁজে রাখে।

 

লঞ্চ যখন ঘাট ছাড়তে শুরু করে, শুরু হয় তখন ভারসাম্য রক্ষার লড়াই। দ্বিতীয় জন তখন দুইদিকের দড়ি শক্ত করে ধরে থাকে। সবশেষে দড়ি বেঁধে ফেলা। সান্ধ্যকালীন এই কেনাবেচা শেষ হয় লঞ্চগুলো ছেড়ে যাওয়ার সাথে সাথেই.....।


__________________________

 

 

 

 

লেখক ডা. রাহাত আর নূর
Population Council, Dhaka Office এ কাজ করেন।
Studied M.B,B.S at Chittagong Medical College ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়