Ameen Qudir
Published:2017-08-08 20:05:45 BdST
“বুরবকের দল! ভালো কথায় আগ্রহ নেই, ভাঁড়ামিতে ঠিকই আগ্রহ!”
প্রফেসর ডা. তাজুল ইসলাম
________________________________
আলেকজান্ডার দ্য গ্রেট এর কাহিনীর সঙ্গে গ্রীক দার্শনিক ডায়োজিনিস ওতপ্রোত ভাবে জড়িত। সেই বিখ্যাত গল্প আমরা সবাই জানি- প্রতাপশালী আলেকজান্ডার ডায়োজিনিস এর কাছে গিয়ে জানতে চাইলেন " আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?" ডায়োজিনিস নির্বিকার ভাবে জ্জবাব দিলেন" আপনি সরে দাড়ান,সূর্যের আলো পেতে দিন,আর কোন সাহায্যের প্রয়োজন নেই।"( আর বর্তমানের বুদ্ধিজীবি না বুদ্ধি বিক্রিকারিরা ক্ষমতাশালীদের কাছ থেকে সামান্য অনুকম্পা পাওয়ার জন্য পদলেহন করতেও কার্পন্য করেন না)
আসুন এই মহান দার্শনিক এর আরো শিক্ষনীয় দুটি গল্প জানি।
১। ডায়োজিনিস একবার দর্শনের নানা বিষয় কিছু মানুষের সামনে আলোচনা করছিলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন, মানুষেরা ধীরে ধীরে কেটে পড়ছে এবং নিজেদের কাজে মনোযোগী হয়ে যাচ্ছে। তিনি হঠাৎ তার আলোচনা থামিয়ে নাচতে আরম্ভ করলেন। অমনি আবার সবাই তাকে ঘিরে ধরলো। তিনি নাচ থামিয়ে বললেন, “বুরবকের দল! ভালো কথায় আগ্রহ নেই, ভাঁড়ামিতে ঠিকই আগ্রহ!”( কয়েক হাজার বছর পরও এখনকার বাংলাদেশে কি এ অবস্হার কোন পরিবর্তন হয়েছে?ফেইসবুকে আপনি যতই জ্ঞান গর্ভ,,ভালো পোস্টই দেন না কেন কয়টি লাইক,কমেন্ট পাবেন,আর খেমটি নাচনেওয়ালাদের লাইক কত হাজার হয়?)
২। দিনের বেলা তিনি লণ্ঠন হাতে বাজারে উপস্থিত হলেন। দিনের বেলা বুড়োর হাতে জ্বালানো লণ্ঠন দেখে সবাই বেশ আমোদ পেলো। তারা তাকে জিজ্ঞেস করলেন, “এই ভরদুপুরে লণ্ঠন হাতে কোথায় চললেন?” ডায়োজিনিস বললেন, “আমি আসলে মানুষ খুঁজছি। গ্রীসের কোথায় মানুষ পাওয়া যাবে, কেউ বলতে পারবে?”( আমাদের দেশে এই ২১ শতকে ও হারিকেন দিয়ে খুজে কতজন মানুষ খুজে পাবেন?)
_________________________________
প্রফেসর ডা. তাজুল ইসলাম
সোশাল সাইকিয়াট্রিস্ট
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
কমিউনিটি এন্ড সোশাল সাইকিয়াট্রি বিভাগ
জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউট ও হাসপাতাল,ঢাকা
মোবাইল :০১৭১৫১১২৯০০
ইমেইল :[email protected]
আপনার মতামত দিন: