Ameen Qudir

Published:
2017-08-08 19:47:34 BdST

সায়েবা ম্যাডামের উদ্ভাবন :আমাদের ডাক্তারদের সাফল্য মিডিয়ায় আসে না কেন?  


 

 

 

 


ডা. গুলজার হোসেন উজ্জ্বল

____________________________________

আমাদের ডাক্তারদের সাফল্য মিডিয়ায় আসেনা কেন? বহির্বিশ্বে জানতে পারেনা কেন? বর্তমানে সায়েবা'স মেথড নিয়ে কথা হচ্ছে। কেনিয়ানরা দাবী করছে তারা এর প্রবর্তক। আমরা জানি আমাদের সায়েবা ম্যাডামের উদ্ভাবন এটি।

 

কিন্তু বাইরের দুনিয়া কেনিয়ারটাই জানতে পারল। কেন?
বেশ কয়েকটি কারণ থাকতে পারে-
-আমাদের প্রফেসররা নিজেকে প্রকাশের এই আর্টটা জানেননা।
- তারা প্রকাশ করতেও চাননা। নিজের নাম-সুনাম এমনিতেই যা আছে তা দিয়ে দৈনিক লাখ খানেক টাকা রোজগার করছেন। ঝামেলা বাড়ানোর দরকার কি?
- সুনাম হলে বিড়ম্বনাও হয়। মিডিয়ায় ইন্টারভিউ দিতে ডাকে। পত্রিকায় লিখতে বলে। এগুলোতে সময় নষ্ট। ঐ সময়ে চেম্বারে দশটা রোগী দেখলে লাভ আছে। সুনামে নাম বাড়ে। সুনাম সব সময় অর্থকরী নয়।

 

-আমাদের দেশে নিজেকে প্রকাশ করতে গেলে একদল মানুষ তার বদনাম গাইতে শুরু করে। ইউরোলজির এক স্যার স্ব উদ্ভাবিত পদ্ধতিতে ট্রান্সপ্ল্যান্ট ফ্লুইড তৈরি করেন, যা অনেক সাশ্রয়ী। আমেরিকান একটি কুলীন জর্নালে এটি নিয়ে তার লেখা একটি আর্টিকেল ছাপা হয়েছে। বেশ ভাল সাড়া পড়েছে। কিন্তু স্যার এটা নিয়ে বেশি উচ্চবাচ্য করতে চান না। স্যার অনুরোধ করেছেন আমি যেন তার নাম না বলি।

কারণ ইতমধ্যে তিনি সাংবাদিকদের কাছে নানারকম বিড়ম্বনার স্বীকার হয়েছেন। সে এক বিরাট গল্প। এ পর্যন্ত তিনশরও বেশি কিডনী ট্র‍্যান্সপ্ল্যান্ট করেছেন এই স্যার। ভারত থেকেও তাঁর কাছে রোগী আসে। কিন্তু তিনি নিজেকে ব্যাপক ভাবে প্রকাশ করে বিড়ম্বনা বাড়াতে চাননা।


  • আমাদের সমাজে নিজেকে প্রকাশ করবার এই বিষয়টিকে ' আত্মপ্রচার, ধান্দাবাজি ইত্যাদি শব্দ দিয়ে বিশেষায়িত করা হয়। অনেক বড় প্রফেসরকেও দেখেছি এবিএম আব্দুল্লাহ স্যারকে নিয়ে ইংগিতে কটাক্ষ করেছেন উন্মুক্ত ফোরামে। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠতম/ শুদ্ধতম চিকিৎসক কিনা তা নিয়ে অহেতুক বিতর্ক করেছেন। কিন্তু তিনি যে বিশ্বের দরবারে চিকিৎসা শিক্ষার একজন বাংলাদেশি আইকন হয়েছেন এই ব্যপারটাকে এড়িয়ে গেছেন।কেউ কেউ দুনিয়ার পঁয়ত্রিশটি দেশে বেস্ট সেলার হওয়া তার শর্ট কেইসের বইটিকে চটি বইও বলেছেন।


- মিডিয়া এসব ক্ষেত্রে খুব অনুসন্ধানী হয়না। কারণ পজিটিভ নিউজের কাটতি কম। আমাদের দেশে ঘৃণাবাদ বেশি জনপ্রিয়। যত ঘৃণা তত কাটতি। চোখের সামনে শিশুকে পিটিয়ে মেরে ফেলবে কেউ বাধা দেবেনা। বরং মোবাইলে ছবি তুলবে। তারপর আপ্লোড করে ঘৃণা ছড়াতে থাকবে। আমাদের অধিকাংশ মানুষ মানসিক নেতিবাচকতায় আক্রান্ত। সুবোধ তুই পালিয়ে যা - এদেশের জনপ্রিয়তম সংলাপ। কেউ বলেনা " সুবোধ, আয় বদলাই।"


এদেশে তাই চেম্বারে রোগী দেখাই অপেক্ষাকৃত লাভজনক। দুপুর তিনটায় ঢুকবেন।রাত তিনটায় বেরুবেন। নতুন নতুন মেথড আবিষ্কার করে বিপদ বাড়ানোর দরকার কি? আর যদি করেও ফেলেন চেপে যাওয়াই ভাল।

___________________________


ডা. গুলজার হোসেন উজ্জ্বল , রেসিডেন্ট, বিএসএমএমইউ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়