Ameen Qudir

Published:
2017-08-07 18:47:09 BdST

এদেশে মানসিক রোগীদের নিয়ে যে সব ভুল কথা বলা হয় তার কিছু নমুনা


 

 

 

ডা. মোহাম্মদ মোস্তফা

_______________________________


এদেশে মানসিক রোগীদের ব্যাপারে যে সব ভুল কথা বলা হয় তার কিছু নমুনা দিলাম।


১।বিয়ে করিয়ে দেন ভাল হয়ে যাবে, দুর্ভাগ্য জনকভাবে অামি একটা ঘটনা শুনেছি যেখানে একজন পাশ করা ডাক্তার এই কথা বলেছেন।


২।সে যা চায় তা করতে দিন।

৩।সব মানসিক রোগের একটা চিকিৎসা-- কাউন্সেলিং।
৪।মানসিক রোগের ডাক্তারেরা ঘুমের ঔষধ খাইয়ে নেশাগ্রস্থ করে রাখেন (মারাত্মক ভুল কথা)
৫।এ গুলো কোন ডাক্তারী ব্যাপর না
ঝাড় ফুঁক করান।
৬।বেড়াতে নিয়ে যান কোথাও(কক্সবাজার থেরাপী)
৭।মানসিক রোগ? ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই।মনের জোর বাড়ান।


-- মনের জোর বাড়ালে ডায়াবিটিস ভাল হবেনা। মানসিক রোগও কেবল মনের জোরবাড়ালে ভাল হবেনা।
সমাধান: সবচেয়ে গুরুত্বপুর্ণ পদক্ষেপ :এম বি বি এস লেভেলে মানসিক রোগ পড়িয়ে দিয়ে ডাক্তার বানানো।


_____________________________


ডা. মোহাম্মদ মোস্তফা
Senior Consultant at Chattagram Maa-Shishu O General Hospital

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়