Ameen Qudir

Published:
2016-11-27 16:29:35 BdST

ভয়ঙ্কর গতি নিয়ে ভিডিও , নজরে নিন এনা ভাই


 

 

 

 

 

ডাক্তার প্রতিদিন স্পেশাল।
_____________________________


ভিডিওটি এনিমেশন করা। আড়াই লাখেরও বেশী দেখা হয়েছে। বৃহস্পতি,
শুক্র , শনিবার যারা গ্রেটার ময়মনসিংহ, সিলেট বিভাগে প্রান্তিক রোগী সেবায় নিয়মিত যান , এমন অনেক চিকিৎসক এই ভিডিও সম্পর্কে ডাক্তার প্রতিদিনের মনোযোগ আকর্ষণ করেছেন।
তারা বলছেন,
এই ভিডিওতে এনা কর্তৃপক্ষের জন্য রয়েছে মূল্যবান মেসেজ।
এনার উচিত হবে না, বিষয়টিকে নেগেটিভ নেয়অ বরং কেন মানুষের মধ্যে এনা সম্পর্কে নেতিবাচক ধারণা হচ্ছে, সেটা তাদের খতিয়ে দেখার দরকার।
কেবল শত্রুরা এসব প্রচার করছে , ভাবলে ক্ষতি হবে এনারই।
তাদের বিরুদ্ধে মিডিয়ায় ব্যাপক অভিযোগ, ময়মনসিংহের এই রাস্তার রাজা অতি বেপরোয়াভাবে বাস চালায়। কাউকে পরোয়া করে না। জীবন বা বাস ব্যবসায় এই ভিডিও গেমসের মত খেলা নয়। এনা যে সুনাম অর্জন করেছে , সেটা কয়েক যুগ ধরে অর্জিত।

 

হাজার হাজার ডাক্তার সহ লাখো যাত্রী এই জনপ্রিয়তম বাস লাইন ব্যবহার করেন কয়েক যুগ ধরে। সেটা ভূলুন্ঠিত হতে দেবেন না।
বরং এনার উচিত, তাদের ড্রাইভিং পলিসি ঠিক করা।
দক্ষ ড্রাইভার সে ঠিক আছে। রাস্তায় তাদের সতর্কতার সাথে চলা উচিত । সতর্কতার মার নেই।
এনার যে জনপ্রিয়তা ও লোকপ্রিয়তা, সেটা হারানো ঠিক হবে না। তারা যদি ঘোষনা দিয়ে একটু আস্তে গাড়ি চালায়; ড্রাইভারদের বেপরোয়া না হতে বলে, তবে তাদের যাত্রী ব্যাবসায় আরও বাড়বে । কমবে না।

তাদের উচিত জনগনের ভাল বাসার মূল্য দেয়া। এই ভিডিও এনাকে বিব্রত করার জন্য নয়। বরং এনা যাতে সতর্ক হয়, তারা জনগনের , যাত্রীদের জানমালের ব্যাপারে আরও সতর্ক হয়, সেজন্য এনার শুভাকাঙ্খীরাই এই ভিডিও এনিমেশন বানিয়ে অনলাইনে দিয়েছে।
আশা করি , এনা কর্তৃপক্ষ বিষয়টি উপলব্ধি করে আরও জনপ্রিয়তার শিখরে ওঠার জন্য সঠিক ও লোককল্যানী সিদ্ধান্ত নেবেন।
নিচে ভিডিওটি দেখার পর হাজার হাজার কমেন্টের মধ্যে মাত্র কয়েকটি দেয়া হল। তাতেও মেসেজ আছে।

 

 

Olyur Rahman বলেছেন

 

এনা ট্রান্সপোর্টে ভ্রমনের আগে এই ভিডিওটা না দেখলে আপনার ভ্রমনটা বৃথা

 


, সবাই জানে এবং বুঝে এইটা একটা মড গেইম,এটা রিয়েল হওয়ার কোন চান্স নাই তারপরেও আপনারা যারা গেইম গেইম বলে অন্যদের বোকা ভাবছেন আসলে আপনারাই নিজেকে বোকার পরিচয় দিয়ে যাচ্ছেন।

এটা মডিফাই করা একটা গেইম শুধুমাত্র। বিভিন্ন বাসের নামে আছে।

euro truck simuletor Bangladesh map লিখে গুগল করেই ইতিহাস জানতে পারবেন।

 

 


Farhana Kocy বলেন, জীবনে এই গাড়ী তে উঠার ইচ্ছে নাই,,,ওরে বাবারে দেখেই ভয় লাগছে

Forhad Afzal বলেন, লুল ১টা এনিমেশন দেখান হচ্ছে, আর সেটা সেয়ার হচ্ছে কয়েক হাজার বার।

 

Khaled Mosarrof বলেন, এত দ্রুতগতির গাড়ি এনা পরিবহনের নাই, আমি চলাফেরা করি আমি জানি?


Rahmat Ali বলেন, এটাই খুবই বাস্তবতা ।

 

কামরুজ্জামান নুর বলেন, ১০০% সত্যি সালারা এই ভাবেই ড্রাইভিং করে ।

 

_________________________

ভিডিওটি পাঠিয়েছেন ওলিওর রহমান ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়