Ameen Qudir

Published:
2017-05-30 18:51:43 BdST

সেন্ট্রালের ঘটনা, সেন্সেশনাল অপসাংবাদিকতা : এর কি বিচার হবে?


 

অধ্যাপক ডা. মুজিবুল হক
__________________________

সেন্ট্রাল হাসপাতালের ঘটনা নিয়ে একজন লিখেছেন,
রুগী মরবে কেনো, রুগীকে কি ক্যান্সার বিশেষজ্ঞ দেখেছিলো।

 

রুগীকে hematologist(রক্ত ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞের কাছেই দেয়া হয়েছিলো, তিনিও ক্যান্সার বিষয়ে সহমত ছিলেন। মেয়েটি একেবারে শেষ সময়ে এসেছিলো। মৃত্যুরঅমোঘ নিয়তি এড়াতে পারেনি। এত ক্রিটিক্যাল অবস্থায়, যে, তাকে বাচিয়ে রাখার চেষ্টার ওষুধই শুধু ( saline, oxygen) , পাচ্ছিলো।

কিন্ত হলুদ সাংবাদিক লিখল,
"ডেঙ্গু রুগীকে ক্যান্সারের চিকিৎসা প্রদান। ভুল চিকিৎসায় মৃত্যু "। কত সেন্সেশনাল অপসাংবাদিকতা। এর কি বিচার হবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একেবারেই তরুণ। তাদের আবেগপ্রবণ হয়ে পড়ার জন্য এমন ডেলিবারেট ভুল নিউজই যথেষ্ট। তারা নিউজটা হয়ত বিশ্বাস করেছিল। এবং নিজেকে সংযত রাখতে ব্যার্থ হয়েছিলো।

 

এদেরই ভুল নিউজের কারনে এদেশে সফল কিডনী ট্রান্সপ্লান্ট বন্ধ, সব রুগী ভারতে। তবে খুব কম সাংবাদিকই এমনি হলুদ। ক্লান্ত ডাক্তারদের দের মতদায়িত্বশীল সাংবাদিকদেরও অতিরিক্ত খাটনি,রাত জাগা, শান্ত পারিবারিক জীবনে বিঘ্ন, এসব নিয়েও, আন্যায়ের বিপখে লিখে বেশিরভাগ ই যথাযোগ্য শ্রদ্ধা অর্জন করছেন, যা ন্যায়বিচার এর সংস্কৃতিহীন এই সময়ে বড়ই প্রয়োজন।

__________________________

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়