Ameen Qudir

Published:
2017-05-28 15:44:16 BdST

আমার সন্তান কি অনেকদিন পর বাবাকে দেখে লজ্জা পেল?


 

 

 

মেজর ডা. খোশরোজ সামাদ
__________________________
-

দীর্ঘ ১২ ঘন্টার একটানা পথ পেরিয়ে যখন ঢাকায় এলাম তখন ঘড়ি সকাল ৭- ০৫ ছুঁয়েছে। প্রযুক্তির যুগে ক্যাসাব্লাঙ্কা থেকে কাতার এয়ার ওয়েজের জেট বিমান সময়ের হিসাব মিনিটের কাঁটায় কাঁটায় মিলিয়ে গন্তব্যে নিয়ে এলো। গতকালই ঢাকায় বৃষ্টি হয়েছিল। তার সোঁদা গন্ধ যেন এখনও মৌ মৌ করছে।এই সুবাসের জন্য এক বছরের অপেক্ষায় ছিলাম।

২।সেনাসদরের ওভার সিজ এন্ড অপারেশনস পরিদপ্তরের প্রতিনিধি আমাদের স্বাগত জানালো।আমার সন্তান শিশু জাওয়াদ কি অনেকদিন পর বাবাকে দেখে লজ্জা পেল? আমি তাকে কোলে তুলে শুন্যে ছুড়ে দিয়ে আবার কোলে টেনে নিলাম। প্রেয়সী সুমি হাজার নগরবাসীর সামানে হাতে হাত রেখে ছবি তুলতে সংকোচ বোধ করলেও আমার অনুজ চৌকস প্রকৌশলী সৌরভ আমাদের ক্যামেরা বন্দী করলো। আমার একমাত্র বোন ডাঃ খুরশিদাও বিমান বন্দরে এসেছিল।

৩ সেই পরিচিত নগরী। রিকশার টুংটাং শব্দ, হাইড্রোলিক হরন কানে যেন সীসা ঢেলে দিচ্ছিল।বাতাসে ধুলা বিষের গন্ধ মিশে যেন নরক গুলজার। নিয়ম না মানা পথচারী। অসহায় ট্রাফিক। তবুও এটিই আমার ঢাকা। আমার প্রিয় নগরী। এটই আমার স্বদেশ ভূমি। বাংলাদেশ, আমাদের সবার ভালবাসার বাংলাদেশ।
_________________________________

মেজর ডা. খোশরোজ সামাদ , আর্মড ফোরসেস মেডিকেল কলেজ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়