Ameen Qudir

Published:
2017-05-25 16:46:10 BdST

আচ্ছা ভাই বইয়ের দোকান কোথায়?


 


মেজর ডা. খোশরোজ সামাদ

___________________________

 

শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পোষ্ট গ্র‍্যাজুয়েশন করতে গিয়েছিলাম বেশ কবছর আগেই। বিশ্ব বিদ্যালয়ের কোল ঘেঁষে আজিজ সুপার মার্কেট। চিকিৎসা সহায়িকা বই কিনতে যেয়ে সেখানে আবিস্কার করলাম মণি - মাণিক্যের এক বিশাল খনি।

২।অসংখ্য বইয়ের দোকান। থরে থরে সাজানো সব বই। শিল্প - সাহিত্য - সংস্কৃতি - বিজ্ঞান - ধর্ম - সমকালীন বিশ্ব- শিশু সাহিত্যসহ নানা ধরণের বইয়ের বিশাল ভান্ডার। রবীন্দ্রনাথের পাশে ঠাঁই পেয়েছে লোরকা, নজরুলের পাশে হোমার, ছপার পাশে হেমিংওয়ে। আহা! লাল নীল দীপাবলী সব যেন আলোক ছড়াচ্ছিল।

 

৩।ক্রেতাও যেন উপচে পরছে। বৃদ্ধ - তরুণ - যুবা - শিশু সব ধরণের ক্রেতা ভালোবাসামাখা বিস্ময়ভরা চোখে বইয়ের জগত থেকে নিজের পছন্দের বই বেছে নিচ্ছেন।হটাত দেখি, এক পৌঢ় ভদ্রলোক হন্তদন্ত হয়ে বইয়ের দোকানীকে জিজ্ঞেস করলেন ' বই খুঁজতে খুঁজতে খিদে পেয়েছে। আচ্ছা ভাই খাবারের দোকান কোন দিকে? '

৪।দেশের বাহিরে থাকায় বহুদিন আজিজ সুপার মার্কেট - এ যাওয়া হয় নি। নুতন বইয়ের ঘ্রাণ নিতে সেখানে গেলাম। প্রথমে চিনতে অসুবিধে হল।ভিতর ও বাহিরের আদল সব বদলে গেছে। ফাস্টফুডের দোকানে ঠাসা সেই আজিজ মার্কেট। মাঝে মাঝে হাল নাগাদের জামা কাপড়ের দোকান। বাহারী টি শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট,জীন্স, অন্তঃবাস কি নাই সেখানে। আমার দিকভ্রম হল। ভুল যায়গায় আসি নি তো? নয়া যামানার চকচকে ফ্যাশানের সেলুনের দোকান সামনে পরলো। বইয়ের দোকান খুঁজে পাবার পিপাসা তখন চরমে। উদভ্রান্তের মতো সামনে যাকে পেলাম তাকে জিজ্ঞেস করলাম' আচ্ছা ভাই,বইয়ের দোকান কোথায়? '
_________________________________

মেজর ডা. খোশরোজ সামাদ , আর্মড ফোরসেস মেডিকেল কলেজ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়