Ameen Qudir

Published:
2017-05-24 18:01:12 BdST

প্রফেসর আবদুল্লাহর ঘটনা চুড়ান্ত অবমাননা: এখন সময় দায়মুক্তি আইন আদায়ের


 

 

অধ্যাপক ডা. মুজিবুল হক

___________________________

 

প্রফেসর আবদুল্লাহর ঘটনা, একটা চুড়ান্ত অবমাননা। আমার মেয়ে বিলেতে সর্বোচ্চ ডিগ্রি MRCP দিচ্ছে, সেখানেও প্রফেসর আবদুল্লাহর বই পড়ছে। cancer এর নাজুক অবস্থা। কোনও ওষুধ শুরু করাই হয় নি। সম্ভব ও নয।

আর dengue তে শুরুতেই কোনও ওষুধ দেয়া হয় না। saline, oxygen ছাড়া সে ওষুধ পাচ্ছিলো না।

ভুল হবার সুযোগ কোথায়।

তাই কি কারনে তাকে আদালতে যেতে হবে। আদালতে য়াবে, BMDC তে বিশেষজ্ঞ দের মতামত পাবার পরে।

এটাই সময়, BMA, এত নিবেদিত প্রাণ ডাক্তার দের জন্যে 'দায়মুক্তি ' আইন এর সুবিধা আদায় করা।

অর্থাৎ এমন কিছু হলে তা BMDC তেই যাবে, থানায় নয়। bmdc তে সমাজের নামকরা মানুষ অন্তর্ভুক্ত থাকবেন।

দায়মুক্তি আইন না থাকলে বিশেষ করে সার্জনরা কিছুতেই চাপের মধ্যে, জীবন মৃত্যু নিয়ে কাজ করতে চাইবেন না, বা স্বাচ্ছন্দ পাবেন না ।এতে ক্ষতিগ্রস্ত হবেন, সাধারণ জনগন। দেশের ক্ষতি ই হবে;
এটা কাম্য নয়।

 

BMA যেনো এটা আদায় করেন, ডাঃ, আর জনগনেরই স্বার্থে, প্রার্থনা' করি। এটা তারা পারবেন। মাননীয়াপ্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক নিজেও যেন ভুমিকা রাখেন। জন স্বার্থেই , এ কাজ।

 

আর হলুদ অপবাদের এই বাজে সময়ে চিকিৎসকরা যেনো রুগীর আস্থা ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রাখেন।

আবশ্যিক ভাবে তার রোগ নিয়ে ভাল মন্দ আলাপ( brief) করেন।রুগীর অভিভাবক দের দুশ্চিন্তা ভাগাভাগি করেন ।
যা সরল বিশ্বাসেই হোক, আমাদের অনেক বিজ্ঞ চিকিৎসক বৃন্দ করেন না।

___________________________

 

লেখক অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়