Ameen Qudir
Published:2017-05-23 19:27:30 BdST
ভুল চিকিৎসা
ড. মোঃ আল্ - মামুনুল আনসারী
___________________________
(উৎসর্গঃ প্রফেসর ডাঃ আবদুল্লাহ স্যার, মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ, শাহবাগ, ঢাকা।)
ভুল শোধরানোর খুব একটা সুযোগ নেই
যা যায় আর ফিরে আসে না
দু'বার কেনো
হাজার বারেও লাভ নাই।
জেনে শুনে কিছু করেছি বলে তো
মনে পড়ে না
তবু কেনো এতো অভিশাপ
এতো অভিশংসন?
হাজার হাজার ছাত্রের আস্ফালন
নাঙ্গা লাঠি হাতে
কাচ আর দেয়ালে রক্তাক্ত চুম্বন
চেয়ে চেয়ে দেখে সুধীজনে।
বলার জায়গা আজও পাওয়া যায় নি
যোগ্যতার ঘাটতি যথেষ্ট
কারণে ভূতলে গড়াগড়ি খাই
কৈফয়তের ঘরে হয় না বাসর সংসার।
_________________________________
লেখক
জাতিসংঘ শান্তি মিশন
কমান্ডার, মালি
২৩/০৫/২০১৭ খ্রিঃ।
আপনার মতামত দিন: