Ameen Qudir

Published:
2017-05-23 17:48:51 BdST

ডাক্তারদের চরিত্রহরন :শ্রদ্ধেয় চিকিৎসক ও শিক্ষকরা দায় এড়াবেন কেমন করে


 

 

ডা. তারিকুল ইসলাম
_____________________________

 

ভাগ্যের কি নির্মম পরিহাস। বেশ কয়েক মাস যাবত হঠাৎ করেই শুরু হল ডাক্তারদের চরিত্র হরন। ভারি অন্যায় আর আপত্তিকর সব ঘটনা, উপমা। পরিস্থিতিটা আমার মোটেই ভাল লাগেনি। এই সব ঘটনা ডাক্তারদের বিরুদ্ধে যারা করছিল তাদের সাথে আবার যোগ দিয়েছিলেন কিছু আমাদের শ্রদ্ধেয় চিকিৎসক ও শিক্ষক।

 

কিন্তু, এবিষয়টির মুল সমস্যা খতিয়ে দেখে সমস্যা সমাধানে কেউ দ্বায়িত্বশীল ভুমিকা পালন করেনি।

না বিএমএ, না কোন শ্রদ্ধেয় শিক্ষক বা প্রথিতযশা চিকিৎসক। যেন প্রতিযোগীতা চলল বেশ কিছুদিন, বিষয় "ডাক্তারদের চরিত্রহরন"। চরম অনৈতিকভাবেই চলেছে কাজটি। এব্যাপারে, নানান কথা বলার এখানে ওখানে- এটা ষড়যন্ত্র নানা কথা।

দেখুন বিষয় মনে রাখবেন অনৈতিকতা আর সামাজিক অবিচার ও অনাচার এমন এক জিনিষ যার যার বিষাক্ত ছোবল থাকে কেউ বাঁচতে পারবেন না। তার জলজলে প্রমান প্রফেসার অব্দুল্লা স্যারের ঘটনা। যদি জিজ্ঞাসা করা হয় অপচিকিৎসা বা ভুল ব্যাবস্থাপত্র দেয়ার কারনে মৃত্যু হয়েছে তা নির্নয় বা নির্ধারণ তাতক্ষনিকভাবে নির্ধারণ করল কে যার পরিপ্রক্ষিতে প্রফেসার আব্দুল্লাহ সাহেবের মত মানুষের উপর এমন অনাচার করা হল।

 

যতদুর জানি কোন বিচার বিশ্লেষন ছাড়াই এমন হয়েছে যা বাংলাদেশের একটি সামাজিক চিত্র। দেখুন, প্রফেসার আব্দুল্লাহ সাহেবের ঘটনার পর কিন্তু, সাধারন চিকিৎসকরা কিন্তুএ বসে থাকেনি। সাথে সাথেই যে যার অবস্থান থেকেই প্রতিবাদ, মানব বন্ধন করেছে।

 

কিন্তু, এই স্বনামধন্য ব্যাক্তিটি আমার জানামতে সাধারন বিগত দু:সময়ে একটি ভাল বা খারাপ কোন মন্তব্য করেননি। হয়ত তিনি ভেবেছিলেন তার কিছু হবেনা। কারন, তিনি সমাজে ভালভাবেই প্রতিষ্ঠিত, বড় অফিসার-উকিল-রাজনীতিবিদ তার রুগী। না তাহলেও আপনি পার পাবেন না। অনৈকতিকতার বিষাক্ত ছোবল থাকে রেহাই কেও পাবেন না। এই পরিস্থিতির মুখোমুখি হতে আমাকে হয়ত দুদিন আগে আর দুদিন পরে। আমাদের সমাজ আমার দৃষ্টিতে এক ভিষন সংকটময় মুহুরতে। অবিচার, অনাচার, নিপিড়ন, অন্যায় এখন নিত্যদিনের ঘটনা।

 

তাই, আশাকরি প্রফেসার আব্দুল্লাহ সাহেব জুনিয়ার ডাক্তারদের স্বার্থ-এ, মহান পেশার স্বার্থ -এ একটু সময় ও মেধা ব্যয় করবেন। আল্লাহ-তায়ালা তাকে সবদিক দিয়ে অনেক দিয়েছেন- যার তার মেধার কারনে ও পরিশ্রমের কারনে। আমি তার দীর্ঘায়ু কামনা করি ও নিশ্চয় আল্লাহ তার প্রাপ্ত সম্মান সমুন্নত রাখবেন। তবে, প্রফেসার অব্দুল্লাহ সাহেবের আমার একটিই অনুরোধ, আপনি আপনার পেশার মানুষের পেশাগত উন্নয়নের জন্য কিছুটা সময় ও মেধা ব্যয় করবে। এমুহুরতে, বাংলাদেশে ডাক্তারদের জন্য একজন নির্দলীয়, সৎ, মেধাজ্ঞান সম্পন্ন নেতার খুবই প্রয়োজন।

____________________________

ডা. তারিকুল ইসলাম

Country Representative at UChicago Research Bangladesh
Lives in Dhaka, Bangladesh

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়