Ameen Qudir

Published:
2017-05-07 18:34:06 BdST

পিতাকে মৃত্যুশয্যায় রেখে যখন সম্পত্তি ভাগে মত্ত থাকেন, ডাক্তাররা তখন তাকে বাচাঁতে ছক কষেন


 

 

ডা. জামান অ্যালেক্স

___________________________

 

রাত ৮ টার মত বাজে।ইমার্জেন্সী ডিউটিতে দায়িত্বরত ছিলাম।সকালে একটা ছোটখাটো ঝড় এ এলাকায় হবার পর থেকে কারেন্টের কোনো খবর নেই।আপাতত IPS সাপোর্ট দিচ্ছে, তবে যে কোনো মুহূর্তে সেটিও কলাপস্ করবে....

এমন সময় এক বয়স্ক অজ্ঞান লোককে ধরাধরি করে দু'জন লোক ঢুকলেন, পেছনে দু'তিনজন মহিলা। অজ্ঞান বয়স্ক লোকটিকে বেডে শোয়ানো হলো...

হিস্ট্রি নিলাম, কেউ সঠিকভাবে কিছু বলতে পারে না, বলার ইচ্ছেও তেমন দেখলাম না।তাদের ভাবভঙ্গি অনেকটা এরকম--'নিয়া আসছি, দেখেন বাঁইচা আছে না মইরা গেছে...'

পেশেন্ট পার্টি অ্যাকচুয়ালী হিস্ট্রি নেয়ার ক্ষেত্রে তেমন কোনো Cooperate করলো না।পেশেন্টের দিকে তাকালাম, দেখেই বোঝা যায় এটা একটা Neglected Case....

অজ্ঞান হবার একটার পর একটা কারণ মনে মনে চিন্তা করছি আর ক্লিনিক্যালি মিলিয়ে দেখছি যে কোনটার সাথে মিলে। একে একে Vascular, Infectious, Hypoxic, Traumatic কারণগুলো এক্সক্লুড করে শেষে Metabolic আর Poisioning এর কারণে এসে মনে হলো কারণ এই দুইটার যেকোন একটা হবে....

পালস্, ব্লাড প্রেসার আর পিউপিল দেখে মনে হলো হাইপোগ্লাইসেমিয়া(রক্তের গ্লুকোজ বেশী কমে যাওয়া) নাতো আবার?....

ডায়াবেটিস আছে কিনা, বা ডায়াবেটিসের কোনো চিকিৎসা নেয় কিনা সেটা জানার জন্য ঘুরে তাকিয়ে দেখি পেশেন্ট পার্টির কোনো লোকজন নেই, সবাই রুমের বাইরে কি নিয়ে যেন আলোচনা করছে। সঙ্গত কারণেই মেজাজ খারাপ হলো।অবস্থাদৃষ্টে মনে হলো রোগী নিয়ে ঠেকা কেবল আমারই!....

রুমের বাইরে গিয়ে তাদের একজনকে ডাকতে গিয়ে শুনি লোকটি মারা গেলে তারা কে কতটুকু জায়গা সম্পত্তি পাবে তা নিয়ে আলোচনা চলছে, কাকে কাকে ভাগবাটোয়ারা জন্য দূরদূরান্ত থেকে ডেকে আনতে হবে সে ব্যাপারে এক মহিলা আরেক পুরুষলোককে বুদ্ধিও দিচ্ছেন। এমন বিব্রতকর অবস্থায় আমি আর কখনো পড়ি নাই....

জিজ্ঞেস করে জানতে পারলাম তাদের মধ্যে দুইজন তার ছেলে, একজন মেয়ে, একজন পুত্রবধূ।হায়রে নরপিশাচের দল, বাবাটা এখনো মরেও নাই, সম্পত্তির হিসাব চলছে, আর আমরা নাকি কসাই!!....

হসপিটালের বাইরের ফার্মাসীগুলোতে গ্লুকোমিটার দিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ জানার ব্যবস্থা আছে।তাদেরকে তাগাদা দিলাম সেটা নিয়ে আসার জন্য। হেলেদুলে অনিস্থা সত্ত্বেও একজন দয়া করে রওনা হলো....

ব্লাড সুগার ১.২ আসলো, থাকা উচিত ৪-৫ এর মত বা এই টাইপ পেশেন্টদের জন্য আরো বেশী।এতক্ষণে একজন মুখ খুললো যে রোগী ইনসুলিন নেয়। ত্বরিত ব্যবস্থা নিলাম। এধরণের ঘটনায় রোগী ড্রামাটিক রেসপন্স করে, হলোও তাই, মিনিট পাঁচেকের মাঝে রোগী আমার কথার জবাব দেয়া শুরু করলো।আমি আনন্দিত, তবে পেশেন্ট পার্টির মুখ গাঢ় অন্ধকার....

এধরণের রোগী হসপিটালে ভর্তি থাকার নিয়ম, ইনসুলিনের ডোজ ঠিক করে দিতে হয়, পেশেন্ট পার্টি রাজী হলো না। বৃদ্ধ বাপকে নিয়ে হসপিটালে থাকার কষ্ট করতে ছেলে, মেয়ে কেউ রাজী না, পুত্রবধূ তো পরের ইস্যু....

দলবল চলে গেলো।আমি আমার রুমে ঢুকলাম, IPS এর সাপোর্টও শেষ হলো। চুপচাপ বসে আছি, চারদিকে নিকষ কালো অন্ধকার। কল্পনায় বৃদ্ধ লোকটিকে যুবক অবস্থায় আবিষ্কার করলাম।কতনা আনন্দ নিয়ে লোকটি যুবক বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলো! কতনা আনন্দ নিয়ে লোকটি তার ছেলে মেয়ের জন্মলগ্নকে আনন্দময় করেছে! কতনা স্নেহ দিয়ে এদেরকে নিজের হাত দিয়ে ভাত খাইয়েছে! কতনা চুম্বনে তিনি তার সন্তানকে সিক্ত করেছেন।কি প্রবল ভালোবাসায় এদেরকে হাত ধরে স্কুলে দিয়ে এসেছিলেন! কতনা ভালোবাসায় এদেরকে একটু একটু করে বড় করে তুলেছেন! অথচ, জীবন সায়াহ্নে কেউ তাকে মনে রাখেনি। জীবনের পরতে পরতে কত না রঙ জড়িয়ে থাকে....

মানুষের জীবনটা একটা উপন্যাসের বইয়ের মত।দিন যায়, মাস যায়, জীবন নামের বইটির পৃষ্ঠা উল্টোতে থাকে।একটা সময়ে জীবন নামক বইয়ের পৃষ্ঠার সমাপ্তি ঘটে....

বৃদ্ধ লোকটিরও তার জীবন নামক কাল্পনিক নিজস্ব বইয়ের পৃষ্ঠা শেষ হয়ে এসেছিলো।আমি কি তার পৃষ্ঠার পরিমাণ আরো কিছুটা বাড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করলাম? আরো কয়টি Undignified পৃষ্ঠার খুব কি প্রয়োজন ছিলো? আমার জানা নেই, Sometimes I have to stop my thinking......

অন্য প্রসঙ্গে আসি।আমার ফ্রেন্ড লিস্টে যারা নন-ডাক্তার তাদেরকে বলি।আপনারা সমগ্র চিকিৎসক সমাজের প্রত্যেক সদস্যকে লোভী বলেন, কমিশনখোর কসাই বলেন, তাতে আমরা আর অবাক হই না, ন্যায়সঙ্গত কথা সবার থেকে আশাও করি না, সে যে বড় দামী জিনিস.....

তবে প্রিয়জনকে নিয়ে হসপিটাল বেডে আপনারা যখন উদ্বিগ্ন থাকেন তখন আমরা আপনাদের সাহস দেয়ার ছলে যে হাসিটি মুখে ধরে রাখি তার পেছনে কিন্তু ঐ একই পেশেন্ট নিয়ে আমাদের উদ্বিগ্নতা ঢাকা পড়ে।এমনকি আপনারা যখন নিজের পিতা বা মাতাকে অন্তিম শয্যায় শায়িত রেখে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ক্যালকুলেশনে মত্ত থাকেন, এই লোভী কসাই ডাক্তাররা তখন তাদের মস্তিষ্কে আপনাদেরই জন্য সুস্বাস্থ্যের একটির পর একটি নিরন্তর ছক কষেন।যতটা নির্দয় ও অমানবিক আপনারা আমাদের মনে করেন, অতটা নির্দয় আমরা নই, সত্যিকার অর্থে কখনো ছিলামও না, কখনো থাকবোও না.....

___________________________
ডা. জামান অ্যালেক্স । প্রখ্যাত কথাশিল্পী। লোকসেবী ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়