Ameen Qudir

Published:
2017-04-14 13:46:09 BdST

বাংলা নববর্ষ শুরুর ইতিহাস ও ইলিশের মিথ্যে গল্প


 

মেজর ডা. খোশরোজ সামাদ
_____________________________


১.সম্রাট আকবরের সময় বাংলায় মুসলিম চান্দ্র ক্যালেন্ডার চালু ছিল। কিন্তু,চান্দ্র ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার থেকে বছরে ১০ দিন কম ছিল। কিন্তু,বাংলার চাষাবাদ সূর্য - এর মেজাজ - মরজিমাফিক চলতে হতো। ফলে নুতন করে,ক্যালেন্ডার চালু করার দরকার হয়।

২. কিন্তু,বাংলা ক্যালেন্ডারকে শুরুর বছরকে পয়লা বছর ধরলে বাংলা সাল অনেক পিছিয়ে যাবে বিবেচনায় সেই সময় চান্দ্র বছরকে বাংলায় চলতি বছর ধরা হয়। তাই প্রায় ৪০০ বছর বাংলায় নববর্ষ গণনা শুরু করলেও আজ সেটি ১৪২৪ - এ পা রাখতে যাচ্ছে।

৩.নববর্ষ উদযাপনের রীতি সারা বিশ্ব জোড়া। বাংলাই বা কম যাবে কেন? শুরু হল বাংলা নববর্ষ উদযাপন। শাশ্বত বাংলার জনপ্রিয় খাবার মুড়ি,মুড়কি,,বাতাসা,কদমা, গজা এগুলি দিয়ে বছর শুরু হল। শত শত বছর এভাবেই নববর্ষ পালন করা হয়েছে।

৪.খুব বেশী হলে ৪০ বছর আগে কতিপয় ' উর্বর মস্তিকের উদ্ভট চিন্তা' থেকে পান্তার প্রচলন শুরু করানো হলো। মৎস্য মাফিয়ারা যুক্ত করলো' ইলিশ ' সংস্কৃতির। আর ব্যাপারীরা এই সুযোগে ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার প্রায় বাহিরেই নিয়ে গেল। এই তস্করেরা মুড়ি - মুড়কির দেশীয় সংস্কৃতিকে হাইজ্যাক করে ঢুকিয়ে দিল ' পান্তা- ইলিশ' বিলাস।

৫.এই বিলাসের মাশুল দিয়ে গলাকাটা দামে ইলিশ কেনাবেচার যে উগ্র নাচানাচি সেটি কখনই দেশজ সংস্কৃতির ধারক নয়।
____________________________
মেজর ডা. খোশরোজ সামাদ , আর্মড ফোরসেস মেডিকেল কলেজ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়