Ameen Qudir

Published:
2017-03-24 16:36:45 BdST

আমার চিকিৎসক ভাইয়ের হারানো সামাজিক অবস্হান ও সম্মান ফিরিয়ে দিতে পারবেন কি


 

 


ডা. ফয়সল ইকবাল চৌধুরী
________________________


প্রিয় সাংবাদিক বন্ধুগন ,

আমার চিকিৎসক ভাইয়ের হারানো সামাজিক অবস্হান ও হারানো মান সন্মান আপনারা ফিরিয়ে দিতে পারবেন কি? কিছু হলেই চিকিৎসকের বিরুদ্ধে ভূল চিকিৎসা, যৌন হয়রানির খবর ফলাও করে প্রচার করেন । কোনটা ভূল চিকিৎসা, কোনটা যৌন হয়রানি তদন্তে প্রমানিত হওয়ার পূর্বে অতিরঞ্জিত প্রকাশ করা কতটুকু যুক্তিযুক্ত একটু বিবেচনা করবেন ।

অনেক সময় হাতুড়ে ডাক্তার, মেডিকেল স্টাফরা কোন কিছু করলে হেডলাইন করেন চিকিৎসকের ভূল চিকিৎসা ।

যা কখনো কাম্য নয় , এভাবে সত্য না জেনে কোন খবর প্রকাশ করে চিকিৎসকদের সাধারন জনগনের প্রতিপক্ষ না বানানোর অনুরোধ জানাচ্ছি।

আজকে হয়ত ডা. মোস্তাফা কামাল অভিযোগ থেকে মুক্তি পেলেন, সামাজিক ভাবে তার মান সন্মানের যে ক্ষতি হল তা কি কেউই ফিরিয়ে দিতে পারবেন?

যে সমস্ত ছাত্র বিনা দোষে ডা. মোস্তাফা কামালকে শারিরীক ভাবে লাঞ্ছিত করেছেন তাদের বিচারের দাবিতে আপনাদের কলম জ্বলে উঠার অপেক্ষায় রইলাম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিকিৎসক কে লাঞ্ছিত কারী গুটিকয়েক ছাত্রনামধারী দুর্বৃত্তের বিরুদ্ধে শাস্তি্ মূলক ব্যবস্হা গ্রহনের দাবী জানাচ্ছি।

 

_________________________

 

ডা. ফয়সল ইকবাল চৌধুরী । মহাসচিব , চট্টগ্রাম বিএম এ । প্রখ্যাত পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়