Ameen Qudir

Published:
2017-03-23 01:22:40 BdST

'আপনারা কি ডাক্তার ! ' হঠাৎ সুরেলা প্রশ্নটি এলো মাইক্রোবাসের খোলা জানালা দিয়ে



ডা. ফরিদা ইয়াসমিন
__________________


"আপনারা কি ডাক্তার.."!!

প্রফেশনাল পরীক্ষার ভাইভা শেষে হাসপাতালের মাইক্রোবাসে বাসায় ফিরছে। সাথে আছেন ইন্টারনাল আপা। ট্রাফিক সিগনালে গাড়ী চলতশক্তিহীন।

হঠাৎ সুরেলা প্রশ্নটি এলো মাইক্রোবাসের খোলা জানালা দিয়ে..!

এক সুদর্শনা হাসিমুখে তাকিয়ে আছেন আমার দিকে। তার হাইস্কুলে পড়ুয়া মেয়েকে নিয়ে বাসায় ফিরছেন রিকশায় করে।


একটু অবাক হয়ে মাথা নেড়ে সম্মতি দেই।
" আমার মেয়ের মাড়ি ফুলে গেছে, ইনফেকশন হয়েছে কিনা বুঝতে পারছি না, একটু দেখবেন..."
মহিলা তার পাশে বসা মেয়েকে বাধ্য করল আমাদের মাড়ি দেখাতে... মেয়েটা লজ্জা পাচ্ছে..!
" গতকাল স্ট্রর খোঁচা খেয়ে ফুলে গেছে, আরো ফোলা ছিল, আজ একটু কম!"
মহিলার দিকে তাকাই.. একজন উৎকন্ঠিত শিক্ষিত মা!

অনলাইন চিকিৎসা শুরু হয়েছে জানি, কিন্তু স্ট্রিট লাইন চিকিৎসা...!! মন্দ কি?? জ্যামে যে পরিমান সময় ব্যয় করি আমরা!

সিগনাল ছেড়ে দিয়েছে। আমরা যারযার পথে চলছি আবার..!

ভাবছি....
আমি যা ভাববো তা বহু আগে মহামতি আলেকজান্ডার ভেবেছেন...

".... কি বিচিত্র এই দেশ।"

আকবর বাদশাহ আর হরিপদ কেরানীর ভাবনা কখনো কখনো এক হয়ে যায় বৈকি....!

______________________________


ডা. ফরিদা ইয়াসমিন । সুলেখক।

Asstt. Professor at Dhaka Dental College & Hospital
Studied MBBS. at Chittagong Medical College

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়