Ameen Qudir

Published:
2016-11-21 06:23:57 BdST

২০ টাকার ঈশ্বরতুল্য ডাক্তারের মৃত্যুতে লাখো শোকার্তের কান্না


_____________
স্টাফ রাইটার
চলে গেলেন ‘২০ টাকার ডাক্তার’। হ্যাঁ, এই নামেই পরিচিত ছিলেন তিনি। শোকে মুহ্যমান গোটা তামিলনাডুর কোয়েম্বাটুর শহর।
অসম্ভব লোকপ্রিয় ছিলেন এই লোকসেবী চিকিৎসক। সবাই তাকে ঈশ্বরতুল্য ভক্তি করতো। লোকসেবা করে একজন ডাক্তার যে আক্ষরিক অর্থে ঈশ্বরপ্রতীম ভক্তি শ্রদ্ধা পেতে পারেন, সেটা এই মহান মানুষটি কাজ দিয়ে প্রমাণ করেছিলেন।

যখন ডাক্তারদের চার্জ মেটাতে কালঘাম ছুটে যাচ্ছে সবার। তখন নজির গড়েছিলেন ইনি।

ড. বালসুব্র্হ্মণ্যের নাম ঘরে ঘরে জানতেন কোয়েম্বাটুরের প্রায় প্রত্যেকেই। এত কম টাকায় আজকাল আর কেউ রোগী দেখে না। গত কয়েক বছর ধরে এভাবেই সমাজসেবা করে আসছিলেন তিনি। সুদ্ধপুদুরে ১২ বছর ধরে ক্লিনিক চালিয়েছিলেন তিনি। প্রথম ১০ বছর তাঁর ভিজিট ছিল ১০ টাকা। কিন্তু গত দু’বছরে বাড়িয়েছিলেন সেই চার্জ। হবেছিল ২০ টাকা। কোয়েম্বাটুরের মানুষ তাঁকে ভগবান হিসেবে দেখতে শুরু করেছিল। চেম্বারের সামনে সবসময়ই থাকত লম্বা লাইন।

কখনই বিরক্ত হতেন না তিনি। মধ্যরাতেই তাঁর দরজায় ধাক্কা মারলে ফেরাতেন না কাউকে। এক সরকারি হাসপাতালে চাকরির পর অবসর নেওয়ার পরেই এই ক্লিনিক খুলেছিলেন তিনি। তাই তাঁর মৃত্যু স্বাভাবিকভাবেই একটা বড় দুঃসংবাদ শহর জুড়ে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়