Ameen Qudir

Published:
2017-03-18 18:38:21 BdST

ননমেডিকেল ডাক্তারদের হাতে প্রতিদিন কত রোগী মারা যায় জানেন কি !





ডা. রূপন রহমান
___________________________

ননমেডিকেল ডাক্তারদের হাতে প্রতিদিন কি পরিমান রোগী মারা যায় জানেন কি ? সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারদের জিগ্যেস করেন উত্তর পাবেন ।

অবৈধ উপায়ে গর্ভপাত করাতে জরায়ুতে গাছের ডালাপালা সহ গোটা ছোট গাছও দেখেছি । পুংদন্ড খাড়া রাখতে যেয়ে গোড়ায় আংটি পরার ফলে তাকে কেটে বের করতে হয়েছে ।

কত ভাংগা হাতপা হাতুড়ে ডাক্তারদের চিকিৎসার পর কাটতে হয়েছে । পেট খারাপে স্বইচ্ছায় যখন তখন এন্টিবায়োটিক খেলে এন্টিবায়োটিকে আপনার শরীরের রোগ আর মরবে না । এটাই স্বাভাবিক । তাই ডাক্তারদের উপর দোষ চাপানোর আগে নিজে সচেতন হোন ।

উচ্চরক্তচাপের কারনে নাক দিয়ে রক্ত পড়ে এটা না জানা দোষের নয় । কিন্তু না জেনে ডাক্তারদের ব্যবস্থাপত্রের সমালোচনা করা কিংবা ক্ষেপে যাওয়া আপনার বুদ্ধিমত্তা নয় আপনার জন্মের পরিচয়টাও ফুটিয়ে তুলে । ছোটলোকদের টাকাপয়সা হলেও ছোটলোকই থেকে যায় । টেনেও লম্বা করা যায় না । ভদ্রতাতো অনেক পরের কথা ।

_____________________________
ডা. রূপন রহমান। সুলেখক। প্রবাসী লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়