Ameen Qudir

Published:
2017-03-18 18:22:43 BdST

নাহিদ যে আলোর "আফরিন" শিখা জ্বালিয়েছে, একদিন সারাদেশে ছড়িয়ে পড়বে


 
ডা. রেজাউল করীম
______________________________


নাহিদ আফরিন একটা কাজের মত কাজ করেছে। মৌচাকে ঢিলের বদলে চাকের গোঁডায় ধুঁয়ো দিয়েছে। দুচারটে কামড়াতে আসতেও পারে, কিন্তু বেশীর ভাগই ভয়ে পালিয়ে যাবে।


"যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমা চেয়ে / যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে " কবির সে বাণী কখনো ব্যর্থ হবে না। সৃষ্টিশীল কর্ম পুরোহিত তন্ত্র কখনো ভাল চোখে দেখে না। তারা সবসময় বাঁধানো রাস্তার গতে বাধা জীবনে অভ্যস্ত।


অচলায়তনে কবি আচার্যের জবানীতে লিখেছিলেন- " তোমাকে যখন দেখি আমি মুক্তিকে যেন দেখতে পাই। এত চাপেও যখন দেখলুম তোমার মধ্যে প্রান কিছুতেই মরতে চায় না তখনই আমি প্রথম বুঝতে পারলুম মানুষের মন মন্ত্রের চেয়ে সত্য"।


কোন ধর্মের কোন অধিকার নেই সৃষ্টির গতি রুদ্ধ করার। যে পথ যত ক্ষুরধার সে পথ তত শানিত, দুর্গম। পাবার আকাঙ্খা তীব্র হলে তবেই শ্রেষ্ঠকে পাওয়া যায়। আমার বিশ্বাস, নাহিদ যে আলোর "আফরিন" শিখা জ্বালিয়েছে, একদিন তার আলো দেশের কোনে কোনে ছডিয়ে পডবে।

____________________________

ডা. রেজাউল করীম । বাংলার প্রখ্যাত লেখক কবি। লোকসেবী। সুচিন্তক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়