Ameen Qudir

Published:
2017-03-14 00:40:41 BdST

নিয়মিত সাইকেল চালিয়ে কর্মস্থলে যান এই কনস্টেবল



কিছু কিছু কাজ সত্যিই অনুপ্রেরনার। এসব কাজ জাগায় সমাজের আরও দশজনকে। এমন একটি অনুপ্রেরণাময় দৃশ্য নিয়ে লিখেছেন
মোস্তাক আহ‌মেদ । ঢকিা মেট্রোপলিটন পুলিশের ডিসি গুলশান। সমাজ বদলের অনুপ্রেরণার গল্প নিয়মিত প্রকাশ করে ডাক্তার প্রতিদিন।

মোস্তাক আহ‌মেদ
______________________

পু‌লি‌শে প‌রিবর্তন, বি‌স্মিত অ‌ভিভূত আ‌মি!! : আজ সকা‌লে আ‌মি অ‌ফি‌সে আসার সময় মগবাজার মো‌ড়ে দেখলাম একজন নারী কনস্টেবল সাই‌কেল চা‌লি‌য়ে অ‌ফি‌সে যা‌চ্ছেন।

তার কা‌ধে ব‌্যাগ, মাথায় হেলমেট। আ‌মি গা‌ড়ি টান দি‌য়ে সাম‌নে এ‌সে কথা বললাম।

নাম লুৎফা, শিল্পাঞ্চল থানায় দা‌য়িত্ব পালন ক‌রেন। আবাসস্থল থে‌কে কর্মস্থল দূ‌রে থাকায় সাই‌কে‌ল চা‌লি‌য়ে তি‌নি কর্মস্থ‌লে যা‌চ্ছেন।

আমার ষোল বছ‌রের চাক‌রি জীব‌নে আ‌মি বাংলা‌দে‌শ পু‌লি‌শে বহু ইতিবাচক প‌রিবর্তন দে‌খে‌ছি। কিন্তু ব্যাগ কা‌ধে হ্যাল‌মেট পরে আমার এক নারী সহকর্মীর কমর্স্থ‌লে গমন স‌ত্যি আমা‌কে ‌বি‌স্মিত অ‌ভিভূত ক‌রে‌ছে। আ‌মি বিশ্বাস ক‌রি লুৎফার এরূপ কর্মস্থ‌লে গমন বাংলা‌দেশ পু‌লি‌শের প‌রিবর্তন ও উন্নয়‌নের এক অবিস্মরনীয় মাইলফলক। তার সহকর্মী হ‌তে পে‌রে আ‌মি গ‌র্বিত।

 

 

লেখক মোস্তাক আহ‌মেদ, ডি‌সি গুলশান, ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়