Ameen Qudir

Published:
2019-02-14 21:03:57 BdST

সারা গায়ে হলুদ ফুল-নারীর ভাইরাল ছবির আসল কাহিনি


 

ডেস্ক, ঢাকা
_____________________

সারা গায়ে হলুদ ফুল-নারীর ভাইরাল ছবি নিয়ে চলতি বসন্ত মহাউৎসবের প্রথম দিন অনলাইন একটিভিস্টদের বেশ ব্যস্ততায় কেটেছে। বিশেষ করে যারা কুসংস্কার-বশত: বসন্ত উৎসব বিরোধী , তারা নানা কটুক্তি সহ এটিকে বসন্ত রোগ , জন্ডিস সহ নানা টিটকিরিতে মৌজে কাটিয়েছে। এদের ফাঁদে পা দিয়েছেন আরও হাজারও সাধারণ মানুষ। মূলত: প্রখ্যাত ব্র্যান্ড আন্দোলন কর্মী প্রিমা নাজিয়া আন্দালিবের ‘শহরনামা’ সিরিজের ‘ইন্টারসেকশন’ পর্বের প্রেজেন্টেশনের একটি ছবি নিয়ে এই চক্র এই ট্রলিংএর আয়োজন করে সচেতনভাবে। আসল কাহিনি জানাচ্ছেন কানাডা প্রবাসী সিনিয়ির সাংবাদিক শওগাত আলী সাগর।

 


তার ভাষায় জানি আসল রহস্য-----------

সারা গায়ে হলুদ গাদা ফুলের মালা জড়ানো প্রিমা নাজিয়া আন্দালিবের ছবি নিয়ে ফেসবুকে নানা জন নানা মন্তব্য করছেন। কেউ কিন্তু স্পষ্ট করে বলতে পারেননি ছবিগুলোর রহস্য কি? সবাই এমনভাবে উপস্থাপন করছেন যেনো প্রেমা ‘ভয়াবহ পাগলামি’ করে ফেলেছেন। প্রিমা নিজে তার ফেসবুকে এই ধরনের বেশ কিছু ছবি আপলোড করেছে ৫ ফেব্রুয়ারি ২০১৮। অর্থ্যাৎ আমাদের বসন্ত উদযাপনের অনেক আগেকার ছবি এইগুলো।
বাংলাদেশে ব্র্যান্ড আন্দোলনের সঙ্গে জড়িত প্রিমা তার ‘শহরনামা’ সিরিজের ‘ইন্টারসেকশন’ পর্বের প্রেজেন্টেশনের এই ছবিগুলোর সঙ্গে প্রেক্ষাপটও তুলে ধরেছেন। সেই বিষয়গুলো জানার কেউ চেষ্টা করেছেন বলে মনে হচ্ছে না।

 


Preema Performance 'Intersection' at ShohorNama. Wonderful photographs by Sajid Mahbub. Thank you
In the city there are many intersections; it divided/connected by intersections. City breaks us joins us. Me and the city creates a story each time I meet its roads. The roads of the city describe our undefined destination. Yet we thrive to go through the intersections to meet our goal. But we overlook as meeting is never an intention rather the journey is chaotic and poetic to hold on.

I intend to cross the road to go to the next level. I am continuously crossing the road to go to my destination. Yet I am at the same place where I started. I will start the walk with playful manner with joy but I don’t know where it will end. My performance will influence me to go to the next level, which I am yet to explore. Trying to make a harmony with chaos is my intention. During my 45-50 mins of performance on the busy road (mainly keep crossing) I will try to build a connection with people, vehicles and surrounding. I can only do it while I’m in that situation. My focus is only to intersect! If the environment is already dark I will use illumination
আমরা আসলেই হুজুগে দৌড়াই।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়