Ameen Qudir

Published:
2017-08-08 20:28:08 BdST

ইলেকট্রোলাইটের চার্জ ১৬০০ টাকা ! টাউটদের ধরার কি কোন ব্যবস্থা আছে?


 

 

সংবাদদাতা
____________________________

প্রান্তিক এসব নামকা ওয়াস্তে চিকিৎসালয়ই দেশ ব্যাপী ডাক্তারদের মর্যাদা ভুলুন্ঠিত করছে। এর বিরুদ্ধে ডাক্তারদের সোচ্চার হওয়া দরকার।

এই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই লোকসেবী আওয়াজ তুলেছেন ডাক্তাররাই।

ডা. মাহমুদুল হাসান খান জোর প্রতিবাদ এসব অনিয়মের বিরুদ্ধে। তিনি ক্ষুব্ধচিত্তে বলেছেন,
এ হাসপাতালে কেউ কর্মরত আছেন?
S.Electrolyte এর চার্জ ১৬০০ টাকা!!! টাউটদের ধরার কি কোন ব্যবস্থা আছে?
রোগীর লোক না বুঝে সব টাকাই পরিশোধ করেছে৷

লোকসেবী এই ডাক্তার
National Institute of Diseases of the Chest and Hospital (NIDCH) এর।


অনুরুপ ক্ষুব্ধ বক্তব্য সাধারণ মানুষ ও ডাক্তারসমাজেরও। তারা এসব লোকঠকানোর প্রতিকার চান।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়