ডেস্ক

Published:
2021-04-26 06:10:16 BdST

মসজিদে হাসপাতাল গড়ে নয়া ইতিহাস রচনা করলেন দিল্লির মুসলিমরা



ডেস্ক
------------------
জমানার নজির বদলে দিয়ে নয়া ইতিহাস রচনা করলেন দিল্লির মুসলিম সম্প্রদায়ের মুসল্লীগন।
দিল্লি টাইমস. কম পেজ থেকে জানা যায়, রাজধানী দিল্লির একটি মসজিদে করোনার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করে সর্বজন লোক সেবার অনন্য নিদর্শন সৃষ্টি করেছেন স্থানীয় মুসলিমরা।
সর্ব সম্প্রদায় সেবার এই নজির সকলের প্রশংসা পাচ্ছে।
দিল্লির নিবাসী
সুজিত পুরোহিত বলেন, "এই নজির সারা ভারত বর্ষে পালন হলে অতি মারী র লড়াইয়ে জিতবেই ভারত বর্ষ। এর অাগে মন্দির, গির্জা, শিখ ও সেবা শ্রমে হাসপাতাল প্রতিষ্ঠা করে ভারত বাসী প্রমাণ করেছে লোক সেবা, রোগী সেবা সর্বশ্রেষ্ঠ উপাসনা, ইবাদত ও ধর্ম।
মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই ধারায় যোগ দেওয়ার পর সগৌরবে বলব মেরা ভারত মহান। সারা জাহাসে অাচ্ছা হিন্দুস্তা সিতারা হামারা। "

এই তথ্য নিয়ে অবিশ্বাসীদের জন্য
দিল্লির নিবাসী
সুজিত পুরোহিত নিউ হিন্দুস্হান টাইমসের খবর উল্লেখ করেছেন।

NEW DELHI: Moved by the plight of families running from pillar to post to secure hospital beds for their loved ones, a group of Imams in Okhla and its neighbourhood has pledged to set up isolation centres with oxygen facilities in mosque complexes or other places for COVID patients.

Nearly 20 Imams of mosques located in Okhla, Batla House, Zakir Nagar, Noor Nagar, and Abu Fazal Enclave participated in a meeting, held to work out modalities for setting up of temporary health facilities on Thursday, where they assured every possible support to create small Covid care units.

According to attendees, a resolution was made that each mosque will arrange at least 10 beds. The assembly was convened by the chairman of Delhi Waqf Board (DWB) and Okhla MLA Amanatullah Khan, who has set up a 30-beds centre in a school in Noor Nagar.

Mohammad Arif Jamal, Imam of Jogbai Masjid, on Friday urged people to come forward and contribute to creating Covid care facilities during the afternoon congregational prayers. Jamal said he has formed separate teams of coordinators, volunteers and doctors to achieve the target.

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়