ডা শাহাদাত হোসেন

Published:
2022-11-14 21:39:45 BdST

স্কুলে পড়া কমিয়ে আদব কায়দা , চাল চলন খাওয়ার কেতা বেশি শেখানো উচিত


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বাংলাদেশের স্বাস্থ্যাচার্য

 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
___________________________

পাব্লিক নুইসেন্স বলে একটি জিনিষ নানা দেশে খুব কড়া নজরদারিতে থাকে ।
অন্যের ক্ষতি করে শব্দ দূষণ , বায়ু দূষণ করা , শান্তি ভঙ্গ করা; এসবের নজরদারি দেশে নাই ।
যে যেরকম ইচ্ছে করছে ।
আমাদের স্কুলে পড়া কমিয়ে আদব কায়দা , চাল চলন খাওয়ার কেতা এসব বেশি শেখানো উচিত ।
রাস্তায় থুতু ফেলা ,একটু আড়াল পেলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসা , নোংরা করা এসব বদভ্যাস আছে অনেক দিন ।
কেউ এসবে খেয়াল করেনা ।
পরিচ্ছন্নতার , আদব কেতার পাঠ প্রাথমিক শিক্ষার পাঠ্য সূচির অন্তর্ভুক্ত করা উচিত সৃজন শীল বাদ দিয়ে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়