DESK

Published:
2024-04-03 18:59:27 BdST

কিভাবে শিখব মেডিসিন : স্বাস্থ্যসেবা শিল্প


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
___________________________________

কিভাবে শিখব মেডিসিন যা আমার হবে সামনে মানব সেবা আর রুটি রোজগারের পথ ?

একজন ছাত্রের সামনে আছে একটি রোগী যে তার শরীর তাকে দিয়ে দিচ্ছে পরীক্ষা করার জন্য,
সে জন্য অনুমতি নিতেই হবে বিনম্র ভাবে
এর পর তাকে পরীক্ষা করা।
পর্যবেক্ষণ।
উষ্ণ হাতে শরীর স্পর্শ করে, মৃদু চাপ দিয়ে আঙ্গুল দিয়ে টুকে
যন্ত্র দিয়ে শুনে ,ঠুকে
এরপর তার দেহ তরল টেনে সেই দেহ রস ল্যাবে পরীক্ষা করা, অণুবীক্ষণ যন্ত্রে নিজে চোখ লাগিয়ে দেখা্আ‌ র যে সব মেশিন দিয়ে পরীক্ষা করা হয় তা দেখে শুনে বুঝে হাত লাগিয়ে শেখা । শিখতে হলে চাই হৃদয় , মগজ আর হাত এই তিনটির ব্যবহার ।
কোন গোপন অংগ পরীক্ষা করতে হলে দরকার তা আড়াল করে দেখা একটি স্ক্রিনের আড়ালে ।
রোগীর সব কিছুর গোপনীয়তা রক্ষা তার কর্মের মধ্যে পড়ে ।
মৃদু সবরে স্মিত হেসে জিজ্ঞাসা বুঝতে হবে তিনি তার কাছে এমন গোপন কথা বলছেন যা কারো কাছে বলেন না।
তাই হতে হবে সহানূভুতিশীল সমমর্মী আর দরদ দিয়ে তাকে ছুতে হবে আর কথা বলতে হবে।
একে বলে কমিউনিকেশন স্কিল যা ছাত্র থাকার স ময় শিখতে হয় ।
তার শিক্ষক এ সে অনুসরণ করতে পারে রোল মডেল হিসাবে অ
সব জ্ঞান ইউ টিউব সাইমুলেটার আর ভিডিও লেসন দিয়ে হয় না ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়