Dr. Aminul Islam

Published:
2022-03-26 07:46:46 BdST

অতিমারী পৃথিবী বদলে দিল ৫ ভাবে


লেখক

 


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
--------------------

কোভিড ১৯ পৃথিবী বদলে দিল ৫ ভাবে।

আমরা কোভিড অতিমারির অবসানের শুরুতে উপনীত
তাই দেখি এই অতিমারি আমাদের কি শিক্ষা দিল

১। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মত সমান গুরুত্ব পূর্ণ ।
অনেক মানুষের এই অতিমারির সময় নিদারুন বেদনা আর কষ্টের অভিজ্ঞতা হয়েছে
দুশিন্তা ছিল চরমে আর বেশি ভোগ করেছেন নারীরা
এখন পৃথিবীর ৭৯% লোক মনে করেন মানসিক স্বাস্থ্য শরীরের স্বাস্থ্যের মত সমান গুরুত্ব পূর্ণ ।

২। পৃথিবীর দেশ সমুহ দারুন সব চ্যালেঞ্জ র সাথে খাপ খাইয়ে নিতে পারে।
২০ মার্চ শতাধিক দেশে হয়েছে লক ডাউন।
এর পর দু বছর জীবন বলে গেলেও চলেছে।

৩। অসমতা আর বৈষম্য আরও বেড়েছে
পৃথিবীর সব চেয়ে ১০ জন ধনীর অর্থ বিত্ত হয়েছে দ্বিগুণ
আর এদিকে ১০০ মিলিওন মানুষ দারিদ্র্যের গভীরে নিপতিত হয়েছে।
নারিদের উপর শিশুদের পরিচর্যার বাড়তি চাপ পড়েছে
এক সাথে ডিজিটাল বয়স বিভাজন হয়েছে সংকীর্ণ

অনেক অনেক বয়স্ক মানুষকে পরিবারের সাথে ন্তাল মিলাতে গিয়ে প্রযুক্তি ্যবহার করতে হয়েছে

৪। দেশ গুলো হয়েছে অনেক বেশি ইন্সুলার। অনেক বেশি দেশ মুখি ।
কমেছে বিশ্বায়নের ধাত , আর দেশ বাহিরের পন্য র উপর হয়েছে কম নির্ভরশীল
অনেক দেশের সীমান্ত হয়েছে বন্ধ। আর ৫৬% লোক তা উন্মুক্ত করতে ছিল অনাগ্রহী

৫।
টেকসই আগামি দিনের জন্য চাই শক্তিশালি নেতৃত্ব
৮৩% মানুষের বিশ্বাস আমরা আমাদের অভ্যাস দারুন ভাবে না বদলালে আমাদেরকে পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।
অতিমারি সংকট মোকাবেলার মত উদ্যোগ আর সংকল্প চাই এই পরিবেশ সংকট সামাল দেবার জন্য।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়