Ameen Qudir
Published:2017-02-11 18:37:00 BdST
কারা এই সার্টিফিকেট গ্যারান্টি অলা ?
ডা. বদরুল হাসান
_____________________________
যে কোন সার্টিফিকেটেরই গ্যারান্টি দিচ্ছে এই প্রতারক দল। ইনবক্সে পাঠাচ্ছে মেসেজ।
দেশের একজন জনপ্রিয় ও লোকসেবী চিকিৎসক ডাক্তার প্রতিদিন দপ্তরে মেসেজের ছবিসহ পাঠিয়েছেন এই বিস্ময়কর তথ্য। এম বি এ, বিবিএ, এস এস সি, এইচএসসি, মাস্টার্স , ইঞ্জিনিয়ারিং -- সব ধরণের অরিজিনাল সনদের নিশ্চয়তা দিচ্ছে এরা।
পিপলস ভার্সিটির সনদের জন্য দেড় লাখ টাকাও অফার করছে। প্রাইভেট পরীক্ষা দিতে চাইলে তারও ব্যবস্থা করবে তারা।
দেশে হরেকরকম ব্যবসা চলছে। এটা হল নয়া ব্যবসায়। অামি ফোন করেছি সংশ্লিষ্ট নম্বরে।
তাতে বলা হয়, অফিসে আসতে। অফিস বারিধারা নতুন বাজারে। সেখানে মিলবে হরফুন মাওলার মুশকিল আসান।
তবে ভুক্তভোগীরা জানান, এভাবে বিশিষ্ট লোকদের ফোন নম্বরে মেসেজ পাঠানোর মানে কি।
দেশে নানা ভুয়া ডিগ্রির প্রকোপ বাড়ছে। ডাক্তারীর ক্ষেত্রে কলকাতা, হরিয়ানা, করাচীর ভুয়া ডিগ্রির প্রকোপ সবারই জানা।
আপনার মতামত দিন: