Ameen Qudir

Published:
2017-02-10 00:01:07 BdST

· ব্রিলিয়ান্টদের মেন্টালি 'কিল' করে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ


 

 

ডা. জামান অ্যালেক্স

_______________________

১.....

মন খারাপ করে দেয়া একটি নেগেটিভ গল্প বলি....

সারপ্রাইজ দিতে গিয়ে না জানিয়ে এক বাসায় গিয়ে নিজেই বিপদে পড়লাম।আপু-দুলাভাইয়ের তুমুল ঝগড়ার মাঝপর্যায়ে আমি এসে হাজির হয়েছি।একচুয়ালি আপুই চিৎকার করে কথা বলছেন, দুলাভাই মাঝেসাঝে উত্তর দিচ্ছেন.....

আপু-দুলাভাই দুজনেই ডাক্তার।তাদের দুই সন্তান। আপুর ইচ্ছা তার বড় মেয়েকে তিনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবেন।দুলাভাই এগ্রি করছেন না....

দুলাভাই সরকারি ডাক্তার হিসেবে যে বেতন পান তাতে বাড়ী ভাড়া আর মাসের খাবারের জন্য খরচ করার পর হাতে তেমন কিছু থাকে না।প্রাইভেট প্র্যাকটিস করে টুকটাক যা পান সেটা তিনি সন্তানের লেখাপড়ায় খরচ করেন। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য সেটা যথেষ্ঠ নয়....

আপুর অন্যান্য বান্ধবী, যারা ডাক্তার বিয়ে করেননি, তারা নাকি ঠিকই তাদের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন।সবাই যদি পারে তবে দুলাভাই কেনো তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবেন না?---এই হলো ঝগড়ার ইস্যু....

ঝগড়ার শেষ পর্যায়ে আপু দুলাভাইকে উদ্দেশ্য করে যে কথাটি বললেন সেটা আপনাদের বলিঃ

"ডাক্তার বিয়ে করে আমি ভুল করেছি।আমার মেয়েকে আমি এই ভুল করতে দিবো না"....

দুলাভাইয়ের চোখ সে সময় ছলছল করছিলো....

২....

ফেসবুকের কল্যাণে প্রাপ্ত এবার একটি পজিটিভ খবর শোনাই।

দেশে সচিবদের জন্য ঢাকার ইস্কাটনে ২৭৪ কোটি টাকা ব্যয়ে ১১৪ টি ফ্ল্যাট হচ্ছে। প্রতিটি ফ্ল্যাট প্রায় ৩৫০০ বর্গফুট আয়তনের, সুইমিংপুলও আছে।আছে ব্যাডমিন্টন ও লন-টেনিস কোর্ট, ১৮১ টি কার পার্কিং এরিয়া, সশস্ত্র গার্ডের ব্যবস্থাও থাকছে...

দেশ তাহলে ভালোই আগাচ্ছে....

৩.....

এদেশ ব্রিলিয়ান্টদের কিভাবে মেন্টালি 'কিল' করে তার একটা উদাহরণ দেই....

আমার এক বন্ধু বোর্ডস্ট্যান্ড করা।বুয়েট থেকে CSE তে গ্রাজুয়েশন কমপ্লিট করলো, নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট।ছেলেটি দেশে থেকে যাবার প্ল্যান করলো।এই দেশের উচিত ছিলো দেশেরই প্রয়োজনে এমন ব্রিলিয়ান্ট একটি ছেলেকে যত্নে লালন করা।দেশ সেটা করতে পারেনি।ছেলেটিও বুঝতে পারলো, সে এই দেশকে সার্ভ করতে চাইলেও দেশ সেই সার্ভিস নিতে প্রস্তুত নয়।ছেলেটি তার ট্র্যাক পরিবর্তন করলো, তার প্রোফাইলে এখন লেখা থাকে Assistant Commissioner, Customs & Excise .....

উন্নত দেশগুলো যখন এদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে আরো উন্নততর হচ্ছে সেখানে আমরা নিঃসঙ্কোচে মেধাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি-Just a planned mental killing of brilliancy .....

৪.....

দুলাভাইয়ের প্রসঙ্গে ফেরত আসি।উনাকে আমার জানা আছে।ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, বোর্ডস্ট্যান্ড করা, এদেশে উনি যা হতে চাইতেন সেটাই তিনি হতে পারতেন।সবাই চেয়েছিলো উনি যাতে ডাক্তার হন।সবার মুখে হাসি ফুটিয়ে সেটা তিনি হতেও পেরেছিলেন....

ডাক্তার হয়ে সরকারী চাকুরীতে প্রবেশ করে আজ হয়ত তিনি বুঝতে পারছেন সবার মুখে হাসি ফুটিয়ে আজ তার ডাক্তার না হলেও চলতো, এটলিস্ট তার ওয়াইফ খুশি থাকতেন। ডাক্তার হবার কারণে আজ তার স্ত্রীর মুখেও যে হাসি ফোটে না!

তিনি আজ নিশ্চিত জানেন, যত ব্রিলিয়ান্টই তিনি হন না কেনো, যত সেবাই তিনি দেশকে দেন না কোনো- জীবন সায়াহ্নে এসে সচিবদের মত বসবাসের কোনো নিশ্চয়তা তার থাকবে না.....

৫......

আমিও বোধ হয় একটা পাগল।চিকিৎসকদের জীবন নিয়ে এদেশে টানাটানি চলে আর আমি চিন্তা করছি জীবন সায়াহ্নে মাথা গোঁজার ঠাই নিয়ে.....

ডাঃসুমন শিকদার মারা গেলেন, আমাদের অভিভাবক হয়ে স্বাস্থ্যমন্ত্রী তার পিতা-মাতার কাছে গিয়ে সহানুভূতির বাণী শুনিয়েছিলেন কিনা জানিনা, সম্প্রতি ঢাকা মেডিকেলে এক চিকিৎসককে লাঞ্ছিত করা হয়েছে-তাকে সান্ত্বনা দিতে স্বাস্থ্যমন্ত্রী তার কাছে গিয়েছিলেন কিনা জানিনা, তবে সাংবাদিক মারা যাবার পর উনার তৎপরতা ছিলো দেখার মত।এদেশে সাংবাদিক সহ অন্য সকল পেশার লোকের মূল্য আছে, শুধুমাত্র চিকিৎসকদের জীবনের মূল্য নেই, কেউ বোধ হয় সেটা গোণায়ও ধরে না......

অভিভাবক থেকেও সেটা অনুভব করতে না পারার কষ্ট কি বেদনাদায়ক সেটা আমরা এখন হাড়ে হাড়ে বুঝি......

৬.....

'৭১ এ যে দেশটির জন্ম হয়েছিলো সে দেশের স্বপ্ন কিন্তু এমন ছিলো না।এক সাগর রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছিলো যার স্বপ্ন ছিলো একদিন বিশ্বের বুকে দেশটি মাথা উঁচু করে দাঁড়াবে।ব্রিলিয়ান্ট ছেলেমেয়েদের সঠিক উপায়ে লালন করা একারণেই দেশটির জন্য প্রয়োজন ছিলো। সেটা করা হয়নি....

"To praise the sun is to praise your own eyes"....দেশের সূর্যসন্তানদের আমরা সঠিকভাবে nourish করতে পারি নাই, আমরা এভাবে নিজেদেরকে ছোট করেছি।একটা সময় দেশকে এই ব্যর্থতার জবাব দিতে হবে.....

আমি অবশ্য আমার ডিসিশন নিয়ে নিয়েছি।আমার সন্তান যত ব্রিলিয়ান্টই হোক না কেনো, এদেরকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে উৎসাহিত করবো না, যদি বা হয়ও তবে এদেশে এদের রাখবো না।নিজে সাফার করছি, পরবর্তী প্রজন্মকে সাফার করতে দিতে মন সায় দেয় না।যে দেশ ব্রিলিয়ান্টদের সঠিকভাবে লালন করতে পারে না, তাদের সেবা পাবার অধিকারও এদেশ রাখে না....

____________________________

 

ডা. জামান অ্যালেক্স । দেশের জনপ্রিয় প্রতিভাবান মহৎ কথাশিল্পী।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়