Dr. Aminul Islam

Published:
2021-04-08 19:53:44 BdST

ইটভাটার জমিতে এখন ফলের সবুজ বাগান


 

ডেস্ক 

-----------------

ইটভাটার জমিতে এখন ফলের সবুজ বাগান। 

এমনটা বাস্তব করে দেখিয়েছেন সাংবাদিক হেলাল উদ্দিন। 

তিনি জানান,

“ফ্রুটস ভ্যালী”র অর্গানিক তরতাজা ফল দীর্ঘ প্রায় ৩৭ বছর সাংবাদিকতা পেশায় থেকে যত না আনন্দ পেয়েছি, নানা ঘাত প্রতিঘাতে পেশাটাকে যতটা উপভোগ করেছি। তারচেয়ে ভিন্ন এক নেশা আর আনন্দে আমি জড়িয়ে পড়েছি। এ এক ভিন্ন অভিজ্ঞতা। কৃষি যে মানুষকে কত আনন্দ, আর শিহরণ দিতে পারে তা বর্ণনাতীত। আমি এখন শুধু উপভোগ করছি। নিজ জেলা চাঁদপুরে পৈত্রিক ভূমিতে অনেকটা শখের বশেই গড়ে তুলেছি “Fruits Valley” নামের এগ্রো ফার্ম। প্রকল্পটিতে কোন কার্পন্য না করে সর্বাধুনিক সব কৃষি প্রযুক্তি ব্যবহার করেছি। যেহেতু লাভটা আমার কাছে মূখ্য নয়। চেষ্টা করছি বিষমুক্ত, কীটনাশকমুক্ত কিছু অর্গানিক তাজা দামি ফল পাইকারি মূল্যে ক্রেতার হাতে দিতে। পৈত্রিক ৬০ বছরের পারিবারিক লাভজনক ইটভাটার ব্যবসা স্বেচ্ছায় বন্ধ করে সেই জমিতে পরিবেশবান্ধব সবুজের সমারোহ গড়ে তোলা আসলেই ছিল দু:স্বপ্ন। দীর্ঘ পরিশ্রমের পর ডাকাতিয়া নদীর পাড়ে এক অনন্য প্রাকৃতিক পরিবেশে ক্ষতিকর ইট ভাটার জমিতেই এখন বিভিন্ন ফলের বাম্পার ফলন। পুরো ইটভাটা এলাকা এখন সবুজে সবুজে একাকার। প্রকল্পের বিভিন্ন প্রধান ফলগুলো আসতে বিলম্ব হবে তাই সাথী ফসল হিসেবে চাষ হয়েছে বিখ্যাত সাম্মাম/রকমেলন/মাস্কমেলনসহ তিন জাতের আনকমন তরমুজ। (উপরে হলুদ ভেতরে লাল, ডোরাকাটা সবুজ (লম্বা) ভেতরে গাঢ় হলুদ এবং ডোরাকাটা সবুজ (গোলাকার) ভেতরে সিডলেস হলুদ রং। সুখবর হচ্ছে, প্রথমবারেই মেলনের আশাতীত ফলন হয়েছে। যা এখন বাজারে সরবরাহের প্রস্তুতি নিচ্ছি। ফ্রুটস ভ্যালীতে উৎপাদিত কোন ফলই মানসম্মত না হলে বাজারে সরবরাহ হবে না। সাংবাদিকতার মহান পেশায় বিভিন্ন গুরু দায়িত্বে থেকে নিশ্চয়ই আমি কোন অনিয়মকে প্রশ্রয় দেব না। কারণ “ফ্রুটস ভ্যালী” অন্য সব বানিজ্যিক বাগানের মত মুনাফা করার লক্ষ্য নিয়ে এই কাজে এগিয়ে আসেনি। এমন ইচ্ছা নেই বলেই বিশ্বখ্যাত কিছু উন্নত প্রজাতির আনকমন ফল বাংলাদেশে প্রথতবারের মত বানিজ্যিক চাষের উদ্যোগ নিয়েছি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়