Ameen Qudir

Published:
2019-12-04 22:36:58 BdST

লন্ডন বাঙালীরও শহর: দ্বিতীয় প্রধান ভাষার শিরোপা ‘বাংলা’র



ডেস্ক ও ডা. রেজা কাদের , লন্ডন
______________________
 
লন্ডনে বাঙালি কমিউনিটিতে উৎসবের জোয়ার এসেছে। অবিভক্ত বৃটিশ সাম্রাজ্যের শীর্ষতম শহরে এখন একচেটিয়া বাঙালি রাজত্ব বৃটিশদের পর। ভারতবর্ষের আরও অনেক জাতি গোষ্ঠির এখানে বাস। যেমন পাঞ্জাবিদের ব্যাপক প্রাধাণ্য চোখে পড়ে। তাতে কি ! দু বাংলার বাসিন্দা মিলে যে বিশাল জনগোষ্ঠি: বাঙালি ; তাদের মাতৃভাষার মহান স্বীকৃতি মিলল।
লন্ডনে ইংরেজির পরই যে ভাষা সবচেয়ে বেশি বলা হয় তা হচ্ছে বাংলা। তাই দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। বাংলার পরে পোলিশ, পাঞ্জাবি , তুর্কি ভাষা প্রচলিত। দক্ষিণ ভারতীয় ভাষাভাষীও কম নয়।


‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছে।

সমীক্ষায় বলা হয়, লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন।
জানা গেছে, বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন।

এই সমীক্ষা আরো জানায়, লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। তবে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন।
লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়