Ameen Qudir

Published:
2019-12-03 23:44:54 BdST

১ বছর থেকে ৯০ বছরের জীবনে ১৯ ধাপের ১৯ সাফল্য


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
____________________________

সফলতা কি ?
১ বছরের শিশুর জন্য অবলম্বন ছাড়া হাঁটতে পারা ।
৪ বছরের বাচ্চার জন্য প্যানটে প্রস্রাব না করা
৮ বছরের বচ্চার জন্য সফলতা হল ঘরে ফেরার রাস্তা চিনে ঘরে ফেরা
১২ বছরের বালক বালিকার জন্য বন্ধু থাকা
১৮ বছরের কিশোর কিশোরীর জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া
২৩ বছরের যুবক যুবতীর জন্য বিশ্ব বিদ্যালয় গ্র্যা জু য়ে ট হওয়া
২৫ বছরের যুবক যুবতী র জন্য আয়ের পথ পাওয়া
৩০ বছরে সফলতা হল পরিবার হওয়া
৩৫ বছরে সফলতা হল অর্থ উপার্জন
৪৫ বছরে সফলতা হল মুখে দেহাবয়বে তারুন্য ধরে রাখা
৫০ বছরে সফলতা হল সন্তান দের ভাল শিক্ষা দেওয়া
৫৫ বছরে সফলতা হল তখনো কর্মক্ষম থাকা
৬০ বছরে সফলতা হল তখন ও ড্রাইভিং লাইসেন্স থাকা
৬৫ বছরে সফলতা হল নীরোগ জীবন যাপন করা
৭০ বছরে সফলতা হল অন্যের বোঝা না হয়ে বেঁচে থাকা
৭৫ বছরে সফলতা হল পুরানো বন্ধুদের পাওয়া
৮১ বছরে সফলতা হল বাড়ি ফেরার পথ চিনে বাড়ি ফেরা
৮৬ বছরে সফলতা হল পেন্টে আবার প্রস্রাব না করা
৯০ বছরে সফলতা হল আবার অবলম্বন ছাড়া হাঁটতে পারা
জীবন একটি চক্র , এর কাছ থেকে খুব বেশি আশা করনা
থাকুন সব সময় সহজ সরল , শান্ত আর সুখী।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়